চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সৌজন্যে সাক্ষাত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক খদিজাতুল আনোয়ার সনি এমপি এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামিলীগ এর সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের। এ সময় আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ। জানা গেছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মিরসরাইয়ের শান্তিরহাটে গ্রামের বাড়ি এলাকার ঈদগাঁতে। এরপর নিজ বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সারাদিন বাড়িতে অবস্থান নিয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দ্বিতীয় দিন সন্ধ্যায় তিনি চট্টগ্রাম নগরের বাসায় চলে আসেন। সেখানে তিনি এখনো পর্যন্ত বিভিন্ন জেলা ও মহানগর নেতাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন।
শিরোনাম: