গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালতলা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। ২১ এপ্রিল শুক্রবার বিকেল ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তোহা পরিবহনের যাত্রীবাহী একটি বাস রংপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে উপজেলা তালুককানুপুর ইউনিয়নের তালতলা এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকশাকে বাসটি পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশার চারজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চারজনকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার সময় পলাশবাড়ী থেকে আটক করা হয়েছে।
শিরোনাম:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় ৪ জন নিহত
- Reporter Name
- Update Time : ০২:৪১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- 2391
Tag :
সর্বাধিক পঠিত