Dhaka ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-২

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • 1065

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও এক যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেলাল হোসেন নামের অপর এক যাত্রী গুরুত্বর আহত হয়েছে।

বুধবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকার বলিরপোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহতকেও একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যায়।

নিহত চালক তেওয়ারীগঞ্জ ইউনিয়নের রফিক উল্যার ছেলে মো. স্বপন ও অপর নিহত সিএনজি যাত্রী শাখাওয়াত উল্যার ছেলে সত্তার মাঝি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি ও বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপভ্যান ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে চালক ও দুই যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সিএনজি চালক স্বপন ও যাত্রী সাত্তারকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ীগুলো জব্দ করা হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-২

Update Time : ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও এক যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেলাল হোসেন নামের অপর এক যাত্রী গুরুত্বর আহত হয়েছে।

বুধবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকার বলিরপোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহতকেও একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যায়।

নিহত চালক তেওয়ারীগঞ্জ ইউনিয়নের রফিক উল্যার ছেলে মো. স্বপন ও অপর নিহত সিএনজি যাত্রী শাখাওয়াত উল্যার ছেলে সত্তার মাঝি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি ও বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপভ্যান ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে চালক ও দুই যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সিএনজি চালক স্বপন ও যাত্রী সাত্তারকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ীগুলো জব্দ করা হয়েছে।