Dhaka ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-২

  • আপডেট: ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • 1085

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও এক যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেলাল হোসেন নামের অপর এক যাত্রী গুরুত্বর আহত হয়েছে।

বুধবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকার বলিরপোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহতকেও একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যায়।

নিহত চালক তেওয়ারীগঞ্জ ইউনিয়নের রফিক উল্যার ছেলে মো. স্বপন ও অপর নিহত সিএনজি যাত্রী শাখাওয়াত উল্যার ছেলে সত্তার মাঝি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি ও বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপভ্যান ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে চালক ও দুই যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সিএনজি চালক স্বপন ও যাত্রী সাত্তারকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ীগুলো জব্দ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-২

আপডেট: ০৩:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও এক যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেলাল হোসেন নামের অপর এক যাত্রী গুরুত্বর আহত হয়েছে।

বুধবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকার বলিরপোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহতকেও একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যায়।

নিহত চালক তেওয়ারীগঞ্জ ইউনিয়নের রফিক উল্যার ছেলে মো. স্বপন ও অপর নিহত সিএনজি যাত্রী শাখাওয়াত উল্যার ছেলে সত্তার মাঝি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি ও বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপভ্যান ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে চালক ও দুই যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সিএনজি চালক স্বপন ও যাত্রী সাত্তারকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ীগুলো জব্দ করা হয়েছে।