চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রামের ষোলশহরে অবস্থিত বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে অফিস ফাঁকি দিয়ে প্রাকাশ্যে বিএনপির রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তিনি হলেন, বন গবেষণা ইনস্টিটিউট ষোলশহরের প্রশাসন বিভাগের মেকানিক পদে কর্মরত ও চট্টগ্রাম মহানগর যুবদলের দীপ্তি –শাহেদ কমিঠির সহ সাহিত্য বিষয়ক সম্পাদক হামিদুল হক চৌধুরী, পিতা: আজিজুল হক। এদিকে প্রশাসন বিভাগের মেকানিক হামিদুল হক চৌধুরী প্রায় সময় অনুপস্থিতি থাকার কারণে সব যেন এলোমেলো। এরই মধ্যে বিএনপির জ্বালাও পোড়াও রাজনৈতিক কর্মসূচীতে হামিদুল হক চৌধুরীর অংশ নেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, হামিদুল হক চৌধুরী পাঁচলাইশ থানায় দায়েরকৃত বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস ও জ্বালাও পোড়াও মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবন্দীও ছিলো। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের একজন সরকারি চাকুরিজীবি হয়ে সরকার বিরোধী আন্দোলন কর্মসূচীতে বিএনপির রাজনৈতিক দলের কর্মী হয়ে দলীয় কর্মকান্ডে প্রকাশ্যে অংশ অভিযোগ বিষয়ে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক বলছেন, এটি চাকুরীবিধির সুস্পষ্ট লংঘন। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ বলা আছে, সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা বাংলাদেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকারের সহায়তা করতে পারবেন না। এমন নির্দেশ থাকলেও আইন উপক্ষো করে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের সরকারী চাকুরী ফাঁকি দিয়ে বিএনপি জামায়াতের দলীয় কর্মকান্ডে প্রকাশ্যে অংশ নিচ্ছেন। স্থানীয় ভাবে দলীয় কর্মসূচীতে অংশ নেওয়ার পাশাপাশি জামায়াত ইসলামী চট্টগ্রাম নগর শাখার সাংগঠনিক সম্পাদক নাশকতা মামলার আসামী শামসুজ্জামান হেলালীর সাথে যুবদলনেতা তারেক রশীদের বাসায় একটি গোপন বৈঠকে সশরিলে উপস্থিত ছিলেন। বিএনপির রাজনৈতিক কর্মকান্ডে লাঠি হাতে মিছিলের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ রয়েছে, বন গবেষণা ইনস্টিটিউটের মেকানিক হামিদুল হক চৌধুরী ও ইয়াছিন ও আব্দুর রহমান ভুইয়া দলীয় কর্মী হিসেবে বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে কাজ করেন ও প্রচার প্রচারনা চালান। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচীতে তাকে দেখা যায়। অভিযোগ বিষয়ে বন গবেষণা ইনস্টিটিউট ষোলশহরের প্রশাসন বিভাগের মেকানিক পদে কর্মরত হামিদুল হক চৌধুরী বলেন, আমি কোন রাজনীতি করি না। পাঁচলাইশ থানায় দায়েরকৃত বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস ও জ্বালাও পোড়াও মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবন্দী থাকার বিষয়ে বলেন, এটি ছিলো ভুল বুঝাবুঝি।
শিরোনাম: