বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আনন্দের সংবাদ দিলেন ‘নকশীকাঁথার জমিন’ তৃতীয় স্থানে। শুক্রবার (৩১ মার্চ) ভক্তদের সঙ্গে ফেসবুকে একটি আনন্দের সংবাদ শেয়ার করে নেন তিনি। জয়া তার ফেসবুকে লেখেন, চমৎকার একটা আনন্দের সংবাদ দিচ্ছি আপনাদের! এ আনন্দ যেমন আমাদের সবার, তেমনি আমাদের দেশেরও। জয়া জানান, ১৪তম ব্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেলের এশিয়ান কমপিটিশনে বিখ্যাত সব সিনেমার সঙ্গে প্রতিযোগীতায় ছিল জীবন ঘনিষ্ঠ নির্মাতা আকরাম খানের নির্দেশনায় নির্মিত অনুদানের সিনেমা ‘নকশীকাঁথার জমিন’! ইন্টারন্যাশনাল এসব সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে ‘নকশীকাঁথার জমিন’ সিনেমাটি তৃতীয় স্থান অধিকার করেছে।মূলত আকরাম খানের এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া নিজে। হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ অবলম্বনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এই সিনেমা। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে নকশীকাঁথার জমিন।
শিরোনাম:
জয়ার আনন্দের সংবাদ ‘নকশীকাঁথার জমিন’ তৃতীয় স্থানে
- Reporter Name
- Update Time : ০৮:৫১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- 3462
Tag :
সর্বাধিক পঠিত