সূর্যোদয় প্রতিবেদক : রাজধানীর চকবাজারে ইফতারির বাজারে গিয়ে বিক্রেতা-দোকানিদের সচেতন করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সোমবার (২৭ মার্চ) রাজধানীর চকবাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিমের সঙ্গে সেখানে উপস্থিত হন তিনি।
বিকেল সাড়ে ৩টায় শাহী মসজিদ এলাকা থেকে শুরু হওয়া এ অভিযানে ফেরদৌস ইফতারি বিক্রেতাদের উদ্দেশে বলেন, আমরা যারা বাসায় নিয়মিত খেতে পারি না, তারা নির্ভর করি আপনাদের হাতে বানানো খাবারের ওপর। আপনারা কি আমাদের সেই ভরসার জায়গা হতে পারছেন? আপনারা এমন কোনো রং ব্যবহার করবেন না, যা সরকারিভাবে নিষিদ্ধ। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মো. রেজাউল করিম বলেন, নিরাপদ খাদ্যের ধারণাটা বাংলাদেশে নতুন, তাই রাতারাতি এর পরিবর্তন সম্ভব নয়। এজন্য দরকার ভোক্তার সচেতনতা ও ব্যবসায়ীদের সদিচ্ছা। অভিযানে আরও উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা, অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান মজুমদার, উপ-পরিচালক মো. রকিবুল হাসান প্রমুখ।
শিরোনাম:
চকবাজারে ইফতারির বাজারে নায়ক ফেরদৌস
সর্বাধিক পঠিত