০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় রমজান: ক্ষমার সুযোগ রোজাদারের মা-বাবার

  • আপডেট: ০৮:১৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
  • 1921

সূর্যোদয় ডেস্ক : রহমত, বরকত ও নাজাতের মাস রমজান। এ মাসটি জুড়েই রয়েছে মুমিনের জন্য অফুরন্ত রহমত ও খোদা তা’লার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার সুযোগ। সেইসাথে বরকতের নেয়ামততো আছেই। এ কারণে ইবাদত-বন্দেগির মাধ্যমে মাসটি অতিবাহিত করেন মুমিনগণ। আজ রমজানের দ্বিতীয় দিন। এদিন রোজাদারের মা-বাবাকে মাফ করে দেয়া হয়। এ জন্য সিয়াম-সাধনার মাধ্যমে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকতে হবে। নামাজ ও রোজার পাশাপাশি কোরআন তিলাওয়াত, জিকির আসগারসহ বরকতের মাসটিকে কাটাতে হবে। তবেই আল্লাহ পাকের রহমত ও বরকত আমাদের নসিব হবে। আমিন।

সর্বাধিক পঠিত

দ্বিতীয় রমজান: ক্ষমার সুযোগ রোজাদারের মা-বাবার

আপডেট: ০৮:১৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩

সূর্যোদয় ডেস্ক : রহমত, বরকত ও নাজাতের মাস রমজান। এ মাসটি জুড়েই রয়েছে মুমিনের জন্য অফুরন্ত রহমত ও খোদা তা’লার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার সুযোগ। সেইসাথে বরকতের নেয়ামততো আছেই। এ কারণে ইবাদত-বন্দেগির মাধ্যমে মাসটি অতিবাহিত করেন মুমিনগণ। আজ রমজানের দ্বিতীয় দিন। এদিন রোজাদারের মা-বাবাকে মাফ করে দেয়া হয়। এ জন্য সিয়াম-সাধনার মাধ্যমে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকতে হবে। নামাজ ও রোজার পাশাপাশি কোরআন তিলাওয়াত, জিকির আসগারসহ বরকতের মাসটিকে কাটাতে হবে। তবেই আল্লাহ পাকের রহমত ও বরকত আমাদের নসিব হবে। আমিন।