লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে থানা শ্রমিকলীগের উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে (১৮ এপ্রিল) চন্দ্রগঞ্জ বাজারের বিভিন্নস্থানে ক্রেতা-বিক্রেতাসহ জনসাধারণের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়। কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ সভাপতি তোফায়েল আহমেদ ও সহ-সভাপতি সাহাব উদ্দিন মিয়ার নির্দেশনায় লক্ষ্মীপুর জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন ও যুগ্ম আহ্বায়ক ইউসুফ পাটোয়ারী মাস্ক বিতরণ কর্মসূচি পালনে উদ্ভুদ্ধ করেন।
এসময় উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, সদস্য সচিব মো. সেলিমসহ দলের অন্যন্য নেতৃবৃন্দ।
চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন- লকডাউনের মধ্যে জীবিকার টানে এবং জরুরী প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন। তাদের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং প্রায় ৫শ’ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এভাবে করোনা প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত আমাদের দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে।