সূর্যোদয় প্রতিবেদক : দুবাইয়ে অবস্থানরত আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে আবেদন করা হয়েছে। আজ সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রামের এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ সদস্য হত্যা মামলার আসামি আরাভ খানকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেট নোটিশ জারির জন্য আবেদন জানানো হয়েছে। ইন্টারপোল আবেদন একসেপ্ট করেছে। তাকে গ্রেপ্তার এবং দেশে ফিরিয়ে আনার ব্যাপারে পুলিশের পক্ষ থেকে করণীয় সবকিছুই করা হচ্ছে। দুবাইয়ে এক ঝাঁক তারকা আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনে যাওয়া প্রসঙ্গে আইজিপি বলেন, তারা বিজ্ঞাপনের জন্য বিভিন্ন জায়গায় যেতেই পারেন, এরপরও পুলিশ সার্বিক বিষয় খতিয়ে দেখছে। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ সাহাসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
আরাভ খানকে গ্রেপ্তারে ইন্টারপোলে আবেদন করা হয়েছে: আইজিপি
- Reporter Name
- Update Time : ১২:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- 3101
Tag :
সর্বাধিক পঠিত