বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে নাটকে নিয়মিত কাজ করলেও এবার ওয়েব সিরিজে কাজ করলেন জনপ্রিয় মুখ সাবিলা নূর।। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মারকিউলিস দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে তার। আবু শাহেদ ইমনের পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন একদল গুণী অভিনয়শিল্পীরা। খুব শিগগির সিরিজটি একটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন সাবিলা নূর। কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই সিরিজে আমার চরিত্রের নাম জয়িতা। একটি মেয়ের জার্নির মাধ্যমে কিছু গল্প রিভিল হয়। একজন মেয়ে নতুন একটা ঘটনা নিয়ে কীভাবে তার জীবনকে নিয়ন্ত্রণ করবে সেটি এই সিরিজের মূল গল্প।
সাবিলা আরো বলেন, আসলে আমরা যখন টিভি সিরিজে কাজ করি, তখন এত বড় টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয় না। এই কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারাজীবন থাকবে। এই সিরিজের সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। শাহেদ ভাই অসাধারণ একজন পরিচালক। উনার কাজের প্রসেস খুবই দারুণ ও ইউনিক। এছাড়া মেকআপ, কস্টিউমসহ সব কিছু দারুণ ছিল। এই সিরিজে আরো অভিনয় করেছেনÍ ফজলুর রহমান বাবু, গিয়াস উদ্দিন সেলিম, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, মাজনুন মিজান, অশোক বেপারী প্রমুখ।
শিরোনাম:
ওয়েব সিরিজে কাজ করলেন সাবিলা নূর
- Reporter Name
- Update Time : ১০:০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- 3010
Tag :
সর্বাধিক পঠিত