০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার মানিকারচরে চেয়ারম্যান না থাকায় ভোগান্তিতে সাধারণ নাগরিক

  • আপডেট: ০৪:২৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • 11039

সজীব চৌধুরী : কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নে চেয়ারম্যান জাকির হোসেনের অনুপস্থিতিতে ইউনিয়নের সাধারণ নাগরিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে৷
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনকে গত ৫ মাস আগে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মলনে এ তথ্য জানান ডিবি। বর্তমানে জাকির হোসেন কারাবন্দী রয়েছেন৷ চেয়ারম্যানের অনুপস্থিতিতে পরিষদের যাবতীয় কাজ প্যানেল চেয়ারম্যানের করার নিয়ম থাকলেও দায়িত্ব প্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মাদকাসক্ত বলে জানাগেছে। ফলে পরিষদের সব কার্যক্রম বন্ধ রয়েছে৷
এ পরিস্থিতিতে প্যানেল চেয়ারম্যানের খামখেয়ালিপনায় জন্মনিবন্ধন সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, পরিচয়পত্র না পাওয়ায় জমি রেজিস্ট্রি, চাকরি, প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার নিবন্ধনসহ বিভিন্ন ক্ষেত্রে ইউনিয়নবাসী চরম ভোগান্তিতে পড়েছেন৷ জন্মনিবন্ধন সনদ না পাওয়ায় ভোটার হালনাগাদেও অনিশ্চয়তা দেখা দিয়েছে৷ উপজেলা নির্বাচন ও নিবন্ধন কর্মকর্তা আতাউল হক বলেন, মেঘনার মানিকারচর ইউনিয়নে চেয়ারম্যান না থাকার কারণে সৃষ্ট জটিলতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷ এলাকার মানুষের কাছ থেকে জানা যায়, মোঃ জাকির হোসেন এমন একটি মানুষ ছিলো যার কাছে কেউ কোনো সাহায্য চাইতে গেলে কখনই খালি হাতে ফেরে না। এযাবৎকাল পর্যন্ত তিনি মানিকার চর ইউনিয়নের প্রায় চল্লিশটি মসজিদ ও ৩৫ টি মাদ্রাসা ও ১৭টি কবরস্থান সহ বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণে সহযোগিতা করে দিয়েছেন। এলাকার অসংখ্য মসজিদ ও মাদ্রাসা চলে তার অর্থায়নে। এছাড়াও এ পর্যন্ত এলাকার বিবাহ উপযুক্ত দরিদ্র ঘরের ৪৭৮ জন মেয়েকে নিজ অর্থায়নে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। এলাকার বেকারত্ব নিরসনে করেছেন জেড এম এগ্রো ফার্ম। বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তিনি।

সর্বাধিক পঠিত

কুমিল্লার মানিকারচরে চেয়ারম্যান না থাকায় ভোগান্তিতে সাধারণ নাগরিক

আপডেট: ০৪:২৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩

সজীব চৌধুরী : কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নে চেয়ারম্যান জাকির হোসেনের অনুপস্থিতিতে ইউনিয়নের সাধারণ নাগরিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে৷
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনকে গত ৫ মাস আগে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মলনে এ তথ্য জানান ডিবি। বর্তমানে জাকির হোসেন কারাবন্দী রয়েছেন৷ চেয়ারম্যানের অনুপস্থিতিতে পরিষদের যাবতীয় কাজ প্যানেল চেয়ারম্যানের করার নিয়ম থাকলেও দায়িত্ব প্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মাদকাসক্ত বলে জানাগেছে। ফলে পরিষদের সব কার্যক্রম বন্ধ রয়েছে৷
এ পরিস্থিতিতে প্যানেল চেয়ারম্যানের খামখেয়ালিপনায় জন্মনিবন্ধন সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, পরিচয়পত্র না পাওয়ায় জমি রেজিস্ট্রি, চাকরি, প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার নিবন্ধনসহ বিভিন্ন ক্ষেত্রে ইউনিয়নবাসী চরম ভোগান্তিতে পড়েছেন৷ জন্মনিবন্ধন সনদ না পাওয়ায় ভোটার হালনাগাদেও অনিশ্চয়তা দেখা দিয়েছে৷ উপজেলা নির্বাচন ও নিবন্ধন কর্মকর্তা আতাউল হক বলেন, মেঘনার মানিকারচর ইউনিয়নে চেয়ারম্যান না থাকার কারণে সৃষ্ট জটিলতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷ এলাকার মানুষের কাছ থেকে জানা যায়, মোঃ জাকির হোসেন এমন একটি মানুষ ছিলো যার কাছে কেউ কোনো সাহায্য চাইতে গেলে কখনই খালি হাতে ফেরে না। এযাবৎকাল পর্যন্ত তিনি মানিকার চর ইউনিয়নের প্রায় চল্লিশটি মসজিদ ও ৩৫ টি মাদ্রাসা ও ১৭টি কবরস্থান সহ বিপুল সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান বিনির্মাণে সহযোগিতা করে দিয়েছেন। এলাকার অসংখ্য মসজিদ ও মাদ্রাসা চলে তার অর্থায়নে। এছাড়াও এ পর্যন্ত এলাকার বিবাহ উপযুক্ত দরিদ্র ঘরের ৪৭৮ জন মেয়েকে নিজ অর্থায়নে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। এলাকার বেকারত্ব নিরসনে করেছেন জেড এম এগ্রো ফার্ম। বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তিনি।