০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে জেলা আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট: ০৮:২৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • 6178

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ও সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন অ্যাডভোকেট ইসমত পাশা। জানা গেছে, জেলা আইনজীবি সমিতির নির্বাচনে ১৫টি পদের বিপরীতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টিতেই জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল। আর দুটি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ২০৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী বিদায়ী সভাপতি বিএনপি সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট গোলাম নবী পেয়েছেন ১৪২ ভোট।
এদিকে সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে অ্যাডভোকেট ইসমত পাশা ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান পেয়েছেন ১৩২ ভোট। সহ সভাপতি, সহ সম্পাদক পদসহ অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিজয়ী হলেও অডিটর পদে বিএনপি সমর্থিত প্যানেলের বিশাদ রেজওয়ান বাবু ১৮৪ ভোটে এবং পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে শামীমা তাসনিম সাথী ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মোট ৩৬২ জন ভোটারের মধ্যে ৩৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সর্বাধিক পঠিত

জামালপুরে জেলা আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত

আপডেট: ০৮:২৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ও সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন অ্যাডভোকেট ইসমত পাশা। জানা গেছে, জেলা আইনজীবি সমিতির নির্বাচনে ১৫টি পদের বিপরীতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টিতেই জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল। আর দুটি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ২০৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী বিদায়ী সভাপতি বিএনপি সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট গোলাম নবী পেয়েছেন ১৪২ ভোট।
এদিকে সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল থেকে অ্যাডভোকেট ইসমত পাশা ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান পেয়েছেন ১৩২ ভোট। সহ সভাপতি, সহ সম্পাদক পদসহ অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিজয়ী হলেও অডিটর পদে বিএনপি সমর্থিত প্যানেলের বিশাদ রেজওয়ান বাবু ১৮৪ ভোটে এবং পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে শামীমা তাসনিম সাথী ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মোট ৩৬২ জন ভোটারের মধ্যে ৩৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।