চট্টগ্রাম ব্যুরো : ঈদুল আজহা উপলক্ষে বিএফইউজে মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরীর সাথে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা যুবদলেল সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হায়দার বিপ্লব শুভেচ্ছা বিনিময় করেছেন। গত ৯ জুন সোমবার ফটিকছড়ির লেলাং ইউনিয়নের মাইজভান্ডার দমদমা কাদের গনি চৌধুরীর বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় হয়। এসময় উপস্থিত ছিলেন, হেয়াকো বনানী কলেজের সাবেক সভাপতি মোজাম্মেল হায়দার বাবু, ভূজপুর থানা যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন, মো. মিলটন, শাকিল চৌধূরী রনি, মো. রানা। এসময় কাদের গনি চৌধুরী বলেন, ফটিকছড়িতে বিগত ১৭ বছর ফ্যাসিবাদের দোসররা আমাদের নেতাকর্মীদের মামলা-হামলা করে ঘরছাড়া করেছিল। এ ফটিকছড়িকে স্বৈরাচার সরকারের নেতাকর্মীরা সন্ত্রাসের জনপদে পরিণত করে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর আমরা একটি মানবিক ফটিকছড়ি বিনির্মাণে কাজ করছি। ঈদের শুভেচ্ছা বিনিময়কালে রাজনৈতিক নেতারা ছাড়াও জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সুশীল সমাজসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অতিথিদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেন তিনি।
০২:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম: