০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দুবাইয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • আপডেট: ০৮:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • 22

এরশাদুল হক,আরব আমিরাত ব্যুরো : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যথাযোগ্য মর্যাদায় দিয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে মহান মুক্তিযুদ্ধ ও ২৪’র গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। উদযাপনের অংশ হিসেবে কনস্যুলেট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এরপর ২৪’র জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।কনস্যুলেটের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. আশফাক হোসেইনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জনতা ব্যাংক দুবাই শাখার ম্যানেজার রুহুল আমিন সুমন, বাংলাদেশ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম ও কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার সালাউদ্দিন। আলোচনায় অংশ নেন দুবাই ও উত্তর আমিরাতের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী, জনতা ব্যাংক ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বক্তারা মহান মুক্তিযুদ্ধ ও ২৪’র শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রবাসীদের কল্যাণে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান মহান মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সর্বাধিক পঠিত

দুবাইয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট: ০৮:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

এরশাদুল হক,আরব আমিরাত ব্যুরো : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যথাযোগ্য মর্যাদায় দিয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে মহান মুক্তিযুদ্ধ ও ২৪’র গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। উদযাপনের অংশ হিসেবে কনস্যুলেট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এরপর ২৪’র জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।কনস্যুলেটের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. আশফাক হোসেইনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জনতা ব্যাংক দুবাই শাখার ম্যানেজার রুহুল আমিন সুমন, বাংলাদেশ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম ও কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার সালাউদ্দিন। আলোচনায় অংশ নেন দুবাই ও উত্তর আমিরাতের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী, জনতা ব্যাংক ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বক্তারা মহান মুক্তিযুদ্ধ ও ২৪’র শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রবাসীদের কল্যাণে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান মহান মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।