রিপন বেপারী : ঈদের চতুর্থ দিনেও রাজধানীর প্রতিটি সড়ক রয়েছে ফাঁকা। কর্মব্যস্ত ইট পাথরের নগরী যেন প্রাণের উচ্ছাসে জেগে উঠেছে। প্রকৃতি অপরূপ সৌন্দর্য্যের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটছে ভ্রমণ পিপাসুরা। যানজটহীন মুক্ত বাতাসে ঈদ করতে পেরে উচ্ছাসিত অধিকাংশ নগরবাসী। প্রকৃতির অপরুপ সাজে সেজেছে নগরী। ইট পাথারের জনাকীর্ণ রাজধানী ঢাকা… হঠাৎ যেন নব যৌবন ফিরে পেয়েছে। সুনসান নিরবতায় জেগে উঠছে প্রকৃতির অপরুপ সৌন্দর্য। বৃষ্টি স্নান্ত মেঘলা আকাশে প্রকৃতির ভালোবাসার কথা জানান দিতে হেঁসে উঠেছে কৃষ্ণচূড়া ফুল। সেই সাথে রাধা চূড়াও মাথা উঁচু করে জানান দিচ্ছে সময় এখন তাদের। প্রকৃতির এমন উদ্বেলিত প্রেমে ভাসছে তরুণ তরুণীরাও। ঈদের আনন্দ যোগ করেছে সেই উচ্ছাসকে কয়েকগুণ। প্রকৃতি প্রেমিরা বলছেন, ফাঁকা নগরীতে ঈদের আনন্দ কয়েকগুন বাড়িয়ে দিয়েছে প্রশান্তি।
০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম: