সূর্যোদয় প্রতিবেদক : ঈদুল ফিতরের পরের দিন রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। ভিড় তুলনামূলক বেশি রয়েছে যাত্রাবাড়ী চৌরাস্তায়। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত যারা ঈদে বাড়ি যেতে পারেননি, নানান জরুরি প্রয়োজনে ঢাকায় থেকে যেতে হয়েছে, কিংবা ঈদের আগে যারা ছুটি পাননি, তারা আজ বাড়ি যাচ্ছেন। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকা ঘুরে দেখা গেছে ঈদুল ফিতরের পরের দিন রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড়।। তবে যাত্রীর তুলনায় গাড়ি ছিল কম। এসময় যাত্রাবাড়ী চৌরাস্তায় ঢাকা-শরীয়তপুর রুটে চলাচল করা ফেম পরিবহনের একটি গাড়ি এলে যাত্রীরা হুড়মুড় করে তাতে উঠে পড়েন।
যাত্রী চাপ দেখে দিয়াবাড়ি-পোস্তগোলা রুটে চলাচল করা রাইদা পরিবহনের একটি গাড়িকে ভাঙ্গা, পাচ্চরে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। যাত্রাবাড়ীর যাত্রীদের বেশিরভাগই পদ্মা সেতুর ওপারে শরীয়তপুর ও ফরিদপুরের। সায়েদাবাদ বাস টার্মিনাল পরিচালনা কমিটির সদস্য মো. শাহ আলম বলেন, যারা ঈদের আগে ছুটি পায়নি, ব্যবসা-বাণিজ্য ছিল তারা এখন যাচ্ছে। আজ সকাল থেকেই যাত্রীর মোটামুটি চাপ রয়েছে। গতকালও যাত্রী ছিল তবে আজ বেশি।
০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদুল ফিতরের পরের দিনও যাত্রাবাড়ী-সায়েদাবাদে ঘরমুখো মানুষের ভিড়
সর্বাধিক পঠিত