সূর্যোদয় ডেস্ক : ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। এ কারণে প্রিয়জন ও নিজেদের জন্য কেনাকাটা করতে রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাতগুলোতে ভিড় করছেন ক্রেতারা। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরের পর মিরপুর,নিউ মার্কের, কোনাপাড়া, নায়ায়নগঞ্জ, খিলগাঁও, গাউছিয়া এলাকায় সরেজমিনে দেখা যায়, শাহআলী মার্কেটের সামনের ফুটপাতে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে আছে। ব্যবসায়ীরা জানান, বছরের সবসময়ই এখানকার ফুটপাতে মানুষের ভিড় লেগে থাকে। তবে ঈদ এলে এখানে বাড়তি মাত্রা যোগ হয়। নিয়মিত ব্যবসায়ীদের পাশাপাশি অনেক মৌসুমি ব্যবসায়ীরাও বাড়তি লাভের আশায় বসেন ফুটপাতে। স্থানীয়রা জানান, ফুটপাতে দখল করে দোকানগুলো হওয়ার কারণে হাঁটার মতো জায়গাও নেই। মানুষের ভিড়ে নেই তিল ধারণের ঠাঁই। মূলত নিম্ন এবং নিম্নমধ্যবিত্ত মানুষের আনাগোনা থাকে ফুটপাতের এইসব দোকানগুলোয়। তবে ঈদের এই মৌসুমে সব ধরনের শ্রেণী-পেশার মানুষই ভিড় করছেন ফুটপাতের এসব দোকানে।
কবির নামে এক ক্রেতা বলেন, শোরুমে তো দামাদামির সুযোগ নেই, ফিক্সড প্রাইস। কিন্তু এসব দোকানে দামাদামি করার সুযোগ আছে। আমি অনেকগুলো শোরুমে গিয়েছি। সেখানে যেসব ডিজাইন দেখেছি, এখানেও একই রকম ডিজাইনই দেখছি। খুব একটা পার্থক্য নেই। তবে কাপড়ের মান একটু কম-বেশি আছে।এদিকে মিরপুরে ফায়ার সার্ভিসের সংলগ্ন যে ফুটপাত রয়েছে সেখানে জুতার বিশাল এক বাজার বসেছে। আগে এখানে পুরাতন বইয়ের দোকান ছিল। এখানে চামড়া, ম্যানমেড ফাইবার, রেকসিন, পলিফাইবার থেকে শুরু করে সব ধরনের জুতা পাওয়া যায়। ৫০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকার মধ্যে পছন্দের জুতা পাওয়া যায় এখানে।