Dhaka ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই ও আগস্ট মাসে নিহতদের স্মরণে শহীদি মার্চ শুরু

আব্দুর রহমান মানিক : গত জুলাই ও আগস্ট মাসে নিহতদের স্মরণে ও আওয়ামী লীগ সরকারের পতনের এক মাসপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে ‘শহীদি মার্চ’ শুরু হয়েছে। মার্চে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, জুলাই-আগস্ট এর নানা ঘটনার দৃশ্য সম্বলিত ব্যানার ও প্লেকার্ড। আজভবৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্য থেকে মার্চ শুরু হয়। এর আগে দুপুর আড়াইটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তারা ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘শহীদদের স্মরণে, ভয় করি না মরণে’, ‘শহীদদের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’, ‘সরকার কী করে, হাসিনা ভারতে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। জানাগেছে, মার্চটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, ধানমন্ডি, সংসদ ভবন, ফার্মগেট, কাওরান বাজার ও শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হবে।

সর্বাধিক পঠিত

লেবার পার্টির নেতা টিউলিপ সিদ্দিকের পদত্যাগ

জুলাই ও আগস্ট মাসে নিহতদের স্মরণে শহীদি মার্চ শুরু

আপডেট: ০৫:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

আব্দুর রহমান মানিক : গত জুলাই ও আগস্ট মাসে নিহতদের স্মরণে ও আওয়ামী লীগ সরকারের পতনের এক মাসপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে ‘শহীদি মার্চ’ শুরু হয়েছে। মার্চে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, জুলাই-আগস্ট এর নানা ঘটনার দৃশ্য সম্বলিত ব্যানার ও প্লেকার্ড। আজভবৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্য থেকে মার্চ শুরু হয়। এর আগে দুপুর আড়াইটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তারা ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘শহীদদের স্মরণে, ভয় করি না মরণে’, ‘শহীদদের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’, ‘সরকার কী করে, হাসিনা ভারতে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। জানাগেছে, মার্চটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, ধানমন্ডি, সংসদ ভবন, ফার্মগেট, কাওরান বাজার ও শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হবে।