Dhaka ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘ধর্মের দোহাই দিয়ে হানাহানি নির্মূল করতে হবে’

  • Reporter Name
  • Update Time : ০২:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • 768

লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘ধর্মের দোহাই দিয়ে হানাহানি সৃষ্টিকারী অপশক্তিকে নির্মূল করতে হবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

মঙ্গলবার (২৩শে মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেছেন, ‘আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই। আর পাকিস্তানের প্রেতাত্মারা ধর্মের দোহাই দিয়ে সমাজে অস্থিতিশীলতা ও হানাহানি সৃষ্টি করছে। দলের মধ্যে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সেই অপশক্তিকে নির্মূল করতে হবে। এজন্য সরকারকে পাশে থেকে সহায়তা করাই হচ্ছে এখন আমাদের মূল লক্ষ।

হানিফ বলেন, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি অনুযায়ী সকল দেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এর মধ্যে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক নিবিড়, অনেক গভীর। তাদের সাথে শুধু আতœার সম্পর্ক নয় রক্তের সম্পর্কও আছে। কারো সঙ্গে বৈরী আচরণে সম্পর্ক নষ্ট হবে তা হতে পারেনা। কারো সঙ্গে কোন সমস্যা হলে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। প্রতিবেশী দেশ ভারত মুক্তযুদ্ধকালীন সময়ে ১ কোটি ২০ লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছিল, শুধু তাই নয় ৯টি মাস তারা এসব মানুষের আহার যুগিয়েছিল, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের সৈন্যরা এসে যুদ্ধ করে দেশ স্বাধীনে অগ্রনী ভূমিকা রেখেছিল। তাদের বহু সৈন্য এখানে প্রান হারিয়েছিল তাদের রক্তে বাংলার মাটি রঞ্জিত হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি জামায়াতের সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বিএনপি’র ৭ই মার্চ পালনকে রাজনৈতিক কুট কৌশল বলেও মন্তব্য করেন।

জেলা আওয়ামী লীগ আয়োজিত এ বর্ধিত সভায় জেলা সভাপতি গোলাম ফারুক পিঙ্কুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধূরী নয়নের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সফিকুল ইসলাম, সাবেক সভাপতি এম আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম, জেলা পরিষদ চেয়ারম্যান মো.শাহজাহান ও আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলামসহ অনেকে।

Tag :
সর্বাধিক পঠিত

গত ১৬ বছরে সব রকমভাবে আমাদের নির্যাতন করা হয়েছে: মির্জা ফখরুল

‘ধর্মের দোহাই দিয়ে হানাহানি নির্মূল করতে হবে’

Update Time : ০২:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১

লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘ধর্মের দোহাই দিয়ে হানাহানি সৃষ্টিকারী অপশক্তিকে নির্মূল করতে হবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

মঙ্গলবার (২৩শে মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেছেন, ‘আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই। আর পাকিস্তানের প্রেতাত্মারা ধর্মের দোহাই দিয়ে সমাজে অস্থিতিশীলতা ও হানাহানি সৃষ্টি করছে। দলের মধ্যে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সেই অপশক্তিকে নির্মূল করতে হবে। এজন্য সরকারকে পাশে থেকে সহায়তা করাই হচ্ছে এখন আমাদের মূল লক্ষ।

হানিফ বলেন, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি অনুযায়ী সকল দেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এর মধ্যে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক নিবিড়, অনেক গভীর। তাদের সাথে শুধু আতœার সম্পর্ক নয় রক্তের সম্পর্কও আছে। কারো সঙ্গে বৈরী আচরণে সম্পর্ক নষ্ট হবে তা হতে পারেনা। কারো সঙ্গে কোন সমস্যা হলে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। প্রতিবেশী দেশ ভারত মুক্তযুদ্ধকালীন সময়ে ১ কোটি ২০ লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছিল, শুধু তাই নয় ৯টি মাস তারা এসব মানুষের আহার যুগিয়েছিল, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের সৈন্যরা এসে যুদ্ধ করে দেশ স্বাধীনে অগ্রনী ভূমিকা রেখেছিল। তাদের বহু সৈন্য এখানে প্রান হারিয়েছিল তাদের রক্তে বাংলার মাটি রঞ্জিত হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি জামায়াতের সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বিএনপি’র ৭ই মার্চ পালনকে রাজনৈতিক কুট কৌশল বলেও মন্তব্য করেন।

জেলা আওয়ামী লীগ আয়োজিত এ বর্ধিত সভায় জেলা সভাপতি গোলাম ফারুক পিঙ্কুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধূরী নয়নের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সফিকুল ইসলাম, সাবেক সভাপতি এম আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম, জেলা পরিষদ চেয়ারম্যান মো.শাহজাহান ও আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলামসহ অনেকে।