Dhaka ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সাভারে পুলিশের অভিযানে মাদক ও ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:৪৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • 27

সূর্যোদয় প্রতিবেদক: সাভারে ছিনতাই ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক বিক্রির অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকার হেরোইন ও ছিনতাই কাজে ব্যবহৃত দেশী ধারালো অস্ত্র জব্দ করা হয়। গতকাল ১ মে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী, পিপিএম (বার)।

এ সময় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্জামান পিপিএম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন ও পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃতরা আসামিরা হলো মোঃ, সাগর ওরফে ডেঞ্জার সাগর (২২), মোঃ রাজু (২৪), আকাশ ওরফে আকাই (২৩), মোঃ রাকিব হাসান হৃদয় (২৬), মোঃ সাব্বির (২৪), নাঈম(২৫) ও মোঃ আল আমিন(২৮)। পুলিশ জানায়, জেলা পুলিশের নিয়মিত ছিনতাই ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধা থেকে পহেলা মে সকাল ৬টা পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত দেশী ধারালো অস্ত্র, আংটি সাদৃশ্য খুর ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে সাভার-আশুলিয়া, রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানিয়েছ পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ৫ টি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

https://dainiksurjodoy.com/wp-content/uploads/2023/12/Green-White-Modern-Pastel-Travel-Agency-Discount-Video5-2.gif

দুর্ঘটনাস্থল থেকে ইরানের প্রেসিডেন্ট রাইসির লাশ উদ্ধার

সাভারে পুলিশের অভিযানে মাদক ও ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

Update Time : ০১:৪৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

সূর্যোদয় প্রতিবেদক: সাভারে ছিনতাই ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক বিক্রির অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকার হেরোইন ও ছিনতাই কাজে ব্যবহৃত দেশী ধারালো অস্ত্র জব্দ করা হয়। গতকাল ১ মে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী, পিপিএম (বার)।

এ সময় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্জামান পিপিএম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন ও পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃতরা আসামিরা হলো মোঃ, সাগর ওরফে ডেঞ্জার সাগর (২২), মোঃ রাজু (২৪), আকাশ ওরফে আকাই (২৩), মোঃ রাকিব হাসান হৃদয় (২৬), মোঃ সাব্বির (২৪), নাঈম(২৫) ও মোঃ আল আমিন(২৮)। পুলিশ জানায়, জেলা পুলিশের নিয়মিত ছিনতাই ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধা থেকে পহেলা মে সকাল ৬টা পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত দেশী ধারালো অস্ত্র, আংটি সাদৃশ্য খুর ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে সাভার-আশুলিয়া, রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানিয়েছ পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ৫ টি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।