সূর্যোদয় ডেস্ক: সিলেট হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের চাপায় প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আজ ২ মে বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার শাহপুর হরিতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত নিহতদের পরিচয় মিলেনি।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মনতোষ মল্লিক এতথ্য নিশ্চিত করে জানান, রাতে সিলেট থেকে ঢাকামুখী প্রাইভেটকারটিকে একটি ট্রাক চাপা দিয়ে উল্টে যায়। এতে কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিনজন পুরুষ এবং এক নারী ও শিশু ঘটনাস্থলেই মারা যান।
মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।