Dhaka ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৭:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • 50

এফ এম সিফাত হাসান, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের একদিন পর মোশাররফ হোসেন (৪২) নামে এক ব্যাটারিচালিত অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৪ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোশাররফ হোসেন উপজেলার কাকরকান্দি ইউনিয়নের পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে। তার অটোরিক্সাটিও খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মোশারফকে হত্যা করে তার অটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। জানা যায়, মোশাররফ হোসেন গত ১৩ মার্চ বুধবার ইফতারের পর কাকরকান্দি এলাকার পিঠাপুনি গ্রামের নিজ বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। রাতে স্বজনরা তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে ফোনটি বন্ধ পান। তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ওইসময় লাশের গলায় গামছা পেচানো ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিক্সা ছিনতাইকারী চক্রের সদস্যরা মোশারফকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে তার অটোরিক্সা নিয়ে পালিয়ে গেছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুঁইয়া জানান, নিহত মোশারফ হোসেনর লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag :

রাষ্ট্রপতির বাসভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা

শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিক্সা চালকের লাশ উদ্ধার

Update Time : ০৭:১৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

এফ এম সিফাত হাসান, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের একদিন পর মোশাররফ হোসেন (৪২) নামে এক ব্যাটারিচালিত অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৪ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোশাররফ হোসেন উপজেলার কাকরকান্দি ইউনিয়নের পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে। তার অটোরিক্সাটিও খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মোশারফকে হত্যা করে তার অটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। জানা যায়, মোশাররফ হোসেন গত ১৩ মার্চ বুধবার ইফতারের পর কাকরকান্দি এলাকার পিঠাপুনি গ্রামের নিজ বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। রাতে স্বজনরা তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে ফোনটি বন্ধ পান। তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ওইসময় লাশের গলায় গামছা পেচানো ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিক্সা ছিনতাইকারী চক্রের সদস্যরা মোশারফকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রেখে তার অটোরিক্সা নিয়ে পালিয়ে গেছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুঁইয়া জানান, নিহত মোশারফ হোসেনর লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।