Dhaka ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মোবাইল রাস্তায় ফেলে মির্জাপুরে ডাকাতের সিন্ডিকেট

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • 46

টাঙ্গাইল (মির্জাপুর) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর বাওয়ার কুমারজানী মা সিএনজি ও ফিলিং স্টেশনের অনুমান ১০০ গজ পূর্ব পাশে জনৈক আব্বাছ আলীর বাড়ীর উত্তর পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর গত ১৭ই ফেব্রুয়ারিতে ট্রাক ডাকাতির ঘটনা ঘটে।

কিন্তু এখনো থামেনি ডাকাতিদের সিন্ডিকেট। মহাসড়ক রাস্তার পাশে মোবাইল ফালিয়ে রাস্তার ধারে বসে থাকে কয়েকজন মিলে একজন ডাকাতদল। ভুল বসত যদি কেউ মোবাইল হাতে নিতে যায় তখনই পড়ে ডাকাতের খপ্পরে। মুলত বেশি হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুর থেকে গোড়াই যাওয়ার পথে মা সিএনজির অপজিট পাশে পল্লী বিদ্যুৎ এর পশ্চিম পাশে রাস্তায় এমন ঘটনা বেশি ঘটে। সরজমিনে দেখা,মহাসড়কের উপর মোবাইলের কাভারের উপর রাবার দিয়ে একটি লাইটার লাগিয়ে রাস্তার পাশে ফেলে রাখা। তার সাথে পাশে বসে থাকা দু’জন এবং দাড়িয়ে একজন। সামনে দেখা যায় একটা বড় ঝোপঝাড় যেখানে পরে আছে প্রায় ২০/৩০ টা মোবাইল কাভার, পকেট মানিব্যাগ, ব্লেড এবং গ্যাস লাইট। ঘটনা স্থলে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম কে জানালে, তৎক্ষনিক ভাবে দু’গাড়ি পুলিশ ঘটনাস্থলে চলে আসে। আলামত হিসেবে সেখানে একটা মোবাইলের কাভারে পেচানো থাকা গ্যাস লাইট উদ্ধার করেন। পুলিশসুত্রে জানা যায়, এখানে প্রায় সময় এমন ঘটনা ঘটে। পুলিশ সব সময় টহল থাকে এবং পুলিশের গাড়ি দেখলেই পালিয়ে যায়। তবে এতি শিগগিরই ডাকাত দলের সবাইকে আটক করা হবে। সতর্কতা, যদি কেউ দেখেন মোবাইলের লাইট জ্বালিয়ে রাস্তায় ফেলে রাখা দয়া করে কেউ সে মোবাইল ফোন হাতে নেয়ার চেষ্টা করবেন না। কারণ সেটাই হচ্ছে একটা বড় ফাদ যা আপনার জীবনের একটা আতংক। মহাসড়কে কেউ রাতের আধারে পার্শ্ব রাস্তায় যাতায়াত না করাই ভাল। কারণ যত দুর্ঘটনা ঘটে পার্শ্ব রাস্তায় এতে আপনার জীবনের একটা ক্ষতিগ্রস্ত হতে পারে।

কয়েকদিন আগের কথা, গেলো ১৭ই ফেব্রুয়ারিতে রাত ১ টার দিকে বস্তা ফালিয়ে ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করছে মির্জাপুর থাকা পুলিশ।

Tag :

রাষ্ট্রপতির বাসভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা

মোবাইল রাস্তায় ফেলে মির্জাপুরে ডাকাতের সিন্ডিকেট

Update Time : ১২:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

টাঙ্গাইল (মির্জাপুর) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর বাওয়ার কুমারজানী মা সিএনজি ও ফিলিং স্টেশনের অনুমান ১০০ গজ পূর্ব পাশে জনৈক আব্বাছ আলীর বাড়ীর উত্তর পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর গত ১৭ই ফেব্রুয়ারিতে ট্রাক ডাকাতির ঘটনা ঘটে।

কিন্তু এখনো থামেনি ডাকাতিদের সিন্ডিকেট। মহাসড়ক রাস্তার পাশে মোবাইল ফালিয়ে রাস্তার ধারে বসে থাকে কয়েকজন মিলে একজন ডাকাতদল। ভুল বসত যদি কেউ মোবাইল হাতে নিতে যায় তখনই পড়ে ডাকাতের খপ্পরে। মুলত বেশি হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুর থেকে গোড়াই যাওয়ার পথে মা সিএনজির অপজিট পাশে পল্লী বিদ্যুৎ এর পশ্চিম পাশে রাস্তায় এমন ঘটনা বেশি ঘটে। সরজমিনে দেখা,মহাসড়কের উপর মোবাইলের কাভারের উপর রাবার দিয়ে একটি লাইটার লাগিয়ে রাস্তার পাশে ফেলে রাখা। তার সাথে পাশে বসে থাকা দু’জন এবং দাড়িয়ে একজন। সামনে দেখা যায় একটা বড় ঝোপঝাড় যেখানে পরে আছে প্রায় ২০/৩০ টা মোবাইল কাভার, পকেট মানিব্যাগ, ব্লেড এবং গ্যাস লাইট। ঘটনা স্থলে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম কে জানালে, তৎক্ষনিক ভাবে দু’গাড়ি পুলিশ ঘটনাস্থলে চলে আসে। আলামত হিসেবে সেখানে একটা মোবাইলের কাভারে পেচানো থাকা গ্যাস লাইট উদ্ধার করেন। পুলিশসুত্রে জানা যায়, এখানে প্রায় সময় এমন ঘটনা ঘটে। পুলিশ সব সময় টহল থাকে এবং পুলিশের গাড়ি দেখলেই পালিয়ে যায়। তবে এতি শিগগিরই ডাকাত দলের সবাইকে আটক করা হবে। সতর্কতা, যদি কেউ দেখেন মোবাইলের লাইট জ্বালিয়ে রাস্তায় ফেলে রাখা দয়া করে কেউ সে মোবাইল ফোন হাতে নেয়ার চেষ্টা করবেন না। কারণ সেটাই হচ্ছে একটা বড় ফাদ যা আপনার জীবনের একটা আতংক। মহাসড়কে কেউ রাতের আধারে পার্শ্ব রাস্তায় যাতায়াত না করাই ভাল। কারণ যত দুর্ঘটনা ঘটে পার্শ্ব রাস্তায় এতে আপনার জীবনের একটা ক্ষতিগ্রস্ত হতে পারে।

কয়েকদিন আগের কথা, গেলো ১৭ই ফেব্রুয়ারিতে রাত ১ টার দিকে বস্তা ফালিয়ে ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করছে মির্জাপুর থাকা পুলিশ।