মোঃ বিলাল উদ্দিন, কুয়েত ব্যুরো প্রধান: কুয়েত বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সাংগঠনিক সম্পাদক জিটিভি ও দৈনিক প্রথম আলো কুয়েত প্রতিনিধি আলাল আহমেদ। গতকাল ৩০ জানুয়ারি রাতে স্বদেশ থেকে স্বল্প কালীন ছুটি শেষে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
সময় কুয়েত বিমান বন্দরে বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে থাকে ফুলেল শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। সাংবাদিক আলাল আহমেদকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানাতে এসময় উপস্থিত ছিলেন, বাংলা প্রেসক্লাব কুয়েতের সভাপতি এনটিভির কুয়েত প্রতিনিধি মোঃ আল-আমীন সরকার,বাংলা প্রেসক্লাব কুয়েতের সিনিয়র সহ সভাপতি এটিএন বাংলা কুয়েত প্রতিনিধি মোঃআহাদ আম্বিয়া খোকন,বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সিনিয়র সহ সভাপতি ইউরো বাংলা টিভি ও জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার কুয়েত ব্যুরো প্রধান মোঃ বিলাল উদ্দিন, বাংলা প্রেসক্লাবের সদস্য জিয়াউর রহমান, কুয়েত প্রবাসী মোঃ বোরহান উদ্দিন।
এ সময় আলাল আহমেদ বললে,প্রচন্ড শীত উপেক্ষা করে গভীর রাতে ভালবাসার টানে সহকর্মীরা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে শুভেচ্ছা জানালেন সে জন্য সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন