মোঃ বিলাল উদ্দিন, কুয়েত ব্যুরো প্রধান: আমেরিকা থেকে গত ৭ জানুয়ারি দেশে যাওয়ার পথে কুয়েত আন্তর্জাতিক এয়ারপোর্টে ট্রানজিটের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আনছার চৌধুরী। জানা গেছে,আমেরিকান প্রবাসী সিলেট মৌলভীবাজারের আলহাজ্ব আনসার হোসেন চৌধুরী (৫৭) ট্রানজিটের সময় হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ থাকে দ্রুত চিকিৎসার্থে নিকটবর্তী আল ফরওয়ানিয়া হাসপাতালে ভর্তি করেন।
তিনি দীর্ঘ দিন চিকিৎসা শেষে গতকাল ২৭ জানুয়ারি বিকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আমেরিকান প্রবাসীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার খোঁজ খবর নিতে জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সভাপতি মোঃ মুরাদুল হক চৌধুরী ও সহ সভাপতি মোঃ ফারুক আহমেদ হাসপাতালে ছুটে যান।
এসোসিয়েশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করেন।এ দিকে আমেরিকা থেকে সাংবাদিক মাহফুজার রহমান আমাদের এ প্রতিবেদককে জানিয়েছেন, আনছার হোসেন চৌধুরী নিউইয়র্কের ব্রংকসে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন তিনি নিউইয়র্কের সকলের পরিচিত ও বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি নিউইয়র্কের অত্যান্ত পরিচিত মনজুর চৌধুরী জগলুর চাচা ও বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল লিটন চৌধুরীর শশুড়। দেশের বাড়ি সিলেট মৌলভীবাজার জেলা সদরের কামাল পুর গ্রামে। নিহতের লাশ স্থানীয় কুয়েত হাসপাতাল মর্গে রয়েছে সকল আইনী প্রক্রিয়া শেষে শীঘ্রই দেশে পাঠানো হবে বলে জানা গেছে।