Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নতুন প্রতিভার খোঁজে এপি প্রডাক্ট হাউস বিডির তৃতীয় আসরে চ্যাম্পিয়ন রোজ

  • Reporter Name
  • Update Time : ১১:৪৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • 52

বিনোদন প্রতিবেদক: টিম সিলভার থেকে চ্যাম্পিয়ন নুসরাত জাহান রোজ (টাঙ্গাইল) প্রথম রানারআপ ইভ চৌধুরী (কুমিল্লা) দ্বিতীয় রানারআপ জারা ইসলাম (সিলেট)।

তিনটি গ্রুপের ৩৭০ জন প্রতিযোগী দীর্ঘ ৩ মাস প্রতিটি রাউন্ড পার করে সেরা ২৭ জন নির্বাচিত হয় ফাইনালের জন্য। সেখান থেকে টিম সিলভার ৯ জন প্রতিযোগির মধ্যে সেরা হয় এই ৩ জন প্রতিযোগি। নতুন প্রতিভার খোঁজে এপি প্রডাক্ট হাউস বিডির যাত্রায় তৃতীয় আসর শেষ হয় গত ১০ নভেম্বর ২৩, দ্যা ফ্লেমেমকো কনভেনশন সেন্টার এ।

এ বছর থেকে তিনটি গ্রুপের চ্যাম্পিয়ানদের জন্য এপি হাউস ও বাকি স্পন্সর দের সহযোগিতায় থাকছে ১ লাক্ষ টাকা করে উপহার। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে প্রতিভাবান শিল্পীর খোঁজে আয়োজন টি ২১ সাল থেকে যাঁরা শুরু করেন। এ বছর ঢাকা বিভাগ এর পাশাপাশি ময়মনসিংহ ও চট্টগ্রাম এ অডিশন রাউন্ড করা হয়েছে।

Tag :

রাষ্ট্রপতির বাসভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা

নতুন প্রতিভার খোঁজে এপি প্রডাক্ট হাউস বিডির তৃতীয় আসরে চ্যাম্পিয়ন রোজ

Update Time : ১১:৪৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

বিনোদন প্রতিবেদক: টিম সিলভার থেকে চ্যাম্পিয়ন নুসরাত জাহান রোজ (টাঙ্গাইল) প্রথম রানারআপ ইভ চৌধুরী (কুমিল্লা) দ্বিতীয় রানারআপ জারা ইসলাম (সিলেট)।

তিনটি গ্রুপের ৩৭০ জন প্রতিযোগী দীর্ঘ ৩ মাস প্রতিটি রাউন্ড পার করে সেরা ২৭ জন নির্বাচিত হয় ফাইনালের জন্য। সেখান থেকে টিম সিলভার ৯ জন প্রতিযোগির মধ্যে সেরা হয় এই ৩ জন প্রতিযোগি। নতুন প্রতিভার খোঁজে এপি প্রডাক্ট হাউস বিডির যাত্রায় তৃতীয় আসর শেষ হয় গত ১০ নভেম্বর ২৩, দ্যা ফ্লেমেমকো কনভেনশন সেন্টার এ।

এ বছর থেকে তিনটি গ্রুপের চ্যাম্পিয়ানদের জন্য এপি হাউস ও বাকি স্পন্সর দের সহযোগিতায় থাকছে ১ লাক্ষ টাকা করে উপহার। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে প্রতিভাবান শিল্পীর খোঁজে আয়োজন টি ২১ সাল থেকে যাঁরা শুরু করেন। এ বছর ঢাকা বিভাগ এর পাশাপাশি ময়মনসিংহ ও চট্টগ্রাম এ অডিশন রাউন্ড করা হয়েছে।