Dhaka ০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

গায়ক থেকে নায়ক জাফর ইকবালের আজ ৭৩ তম জন্মদিন

  • Reporter Name
  • Update Time : ০২:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • 43

রিপন নিরব, সূর্যোদয়: গায়ক থেকে নায়ক জাফর ইকবাল এর আজ ৭৩ তম জন্মদিনে। ১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর এই দিনে ঢাকায় জন্মেছিলেন জাফর ইকবাল।

জাফর ইকবাল বিরল তারকাদের একজন, যিনি গান এবং সিনেমা দুই জগতেই দাপট দেখিয়েছিলেন সমানে। তার বড় ভাই আনোয়ার পারভেজ ছিলেন দেশের প্রথম সারির সুরকার-সংগীত পরিচালক। তার বোন বাংলা গানের কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। জন্মের পর থেকেই পরিবারে সংগীতের চর্চা দেখেছেন। পারিবারিক আবহে তাই জাফর ইকবালের মনেও বাসা বাঁধে সুর। কিন্তু তার মননে ছিল আধুনিকতা। পশ্চিমা, আন্তর্জাতিক সংগীত তাকে বেশি আকৃষ্ট করেছিল। তাই গিটারে হাত পাকিয়ে নেমে পড়েন ব্যান্ড মিউজিকে। জাফর ইকবাল গায়ক থেকে নায়ক শুধু নয়, বীর মুক্তিযোদ্ধা হিসেবেও দেশের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তার নামটি। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে তিনি সরাসরি অংশ নিয়েছিলেন।

জানা গেছে, ব্যক্তিজীবনে জাফর ইকবালের মনে শান্তি ছিলোনা। তাই অভ্যস্ত হয়ে পড়েন অনিয়ন্ত্রিত জীবনে। যার ফলে তার হার্ট ও কিডনি নষ্ট হয়ে আক্রান্ত হন মরণব্যাধি ক্যানসারে। ফলে ১৯৯২ সালের ৮ জানুয়ারি মৃত্যুর কোলে ঢলে পড়ে তিনি চলে গেছেন অনন্তলোকে। অমর হয়ে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে।

Tag :

রাষ্ট্রপতির বাসভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা

গায়ক থেকে নায়ক জাফর ইকবালের আজ ৭৩ তম জন্মদিন

Update Time : ০২:১৯:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

রিপন নিরব, সূর্যোদয়: গায়ক থেকে নায়ক জাফর ইকবাল এর আজ ৭৩ তম জন্মদিনে। ১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর এই দিনে ঢাকায় জন্মেছিলেন জাফর ইকবাল।

জাফর ইকবাল বিরল তারকাদের একজন, যিনি গান এবং সিনেমা দুই জগতেই দাপট দেখিয়েছিলেন সমানে। তার বড় ভাই আনোয়ার পারভেজ ছিলেন দেশের প্রথম সারির সুরকার-সংগীত পরিচালক। তার বোন বাংলা গানের কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। জন্মের পর থেকেই পরিবারে সংগীতের চর্চা দেখেছেন। পারিবারিক আবহে তাই জাফর ইকবালের মনেও বাসা বাঁধে সুর। কিন্তু তার মননে ছিল আধুনিকতা। পশ্চিমা, আন্তর্জাতিক সংগীত তাকে বেশি আকৃষ্ট করেছিল। তাই গিটারে হাত পাকিয়ে নেমে পড়েন ব্যান্ড মিউজিকে। জাফর ইকবাল গায়ক থেকে নায়ক শুধু নয়, বীর মুক্তিযোদ্ধা হিসেবেও দেশের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তার নামটি। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে তিনি সরাসরি অংশ নিয়েছিলেন।

জানা গেছে, ব্যক্তিজীবনে জাফর ইকবালের মনে শান্তি ছিলোনা। তাই অভ্যস্ত হয়ে পড়েন অনিয়ন্ত্রিত জীবনে। যার ফলে তার হার্ট ও কিডনি নষ্ট হয়ে আক্রান্ত হন মরণব্যাধি ক্যানসারে। ফলে ১৯৯২ সালের ৮ জানুয়ারি মৃত্যুর কোলে ঢলে পড়ে তিনি চলে গেছেন অনন্তলোকে। অমর হয়ে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে।