আহসান হাবিব, পঞ্চগড় সংবাদদাতা: টানা অব্যাহত শীতে পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির নিচে নেমে আসায় পঞ্চগড়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তীব্র শীতের মাঝে বিদ্যালয়মুখী কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় পঞ্চগড়ে সকল প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
২৩ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২ টার সময় পঞ্চগড় জেলা প্রাথমিকের সহকারী শিক্ষা অফিসার সাইফুজ জামান ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল মালেক বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে মৃদু শৈত্যপ্রবাহের মাঝে আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস এই সিদ্ধান্ত গ্রহণ করে। এর মাঝে প্রাথমিকে আগামী ২৫ জানুয়ারি বৃহস্পতিবার এবং সরকারি ছুটির কারণে মাধ্যমিকে ২৮ জানুয়ারি রোববার সকাল ১০টা থেকে পুনরায় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হবে। তবে এর মাঝে স্বাভাবিক রয়েছে বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম। এর আগে গত ১৬ জানুয়ারি মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচে নামবে সেসব এলাকায় বিদ্যালয় বন্ধ রাখা যাবে।