০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

পটিয়ার ধলঘাটে তালা ভেঙে মন্দিরের জিনিসপত্র চুরি

  • আপডেট: ০৩:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • 82

চট্টগ্রাম প্রতিবেদক: পটিয়া উপজেলার ধলঘাটের উত্তর সমুলার জগন্নাথ আশ্রমের (ঝুলন বাড়ি) সাউন্ড বক্স, লাইট সহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে।

গত ১২ ডিসেম্বর মঙ্গলবার রাতে আশ্রমে এ চুরির ঘটনা ঘটে। মন্দিরের সভাপতি গৌতম কানুনগো জানান, রাতে মন্দিরের স্টোর রুমের তালা ভেঙে ২টি বড় জেবিএল সাউন্ডবক্স সহ সাউন্ড বক্সের সরঞ্জামাদি, ১৮টি স্টেইজ লাইট, ২টি মাইকের বড় ব্যাটারি সহ মাইকের সরঞ্জামাদি ৪টি এইচডি সিসি ক্যামরা এবং বিভিন্ন জিনিসপত্র ভর্তি ২টি বড় ট্রাংক সহ প্রায় ৫ লাখ টাকার জিনিসত্র চুরি হয়ে। বিষয়টি থানায় অবহিত করা হয়েছে।

সর্বাধিক পঠিত

পটিয়ার ধলঘাটে তালা ভেঙে মন্দিরের জিনিসপত্র চুরি

আপডেট: ০৩:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রাম প্রতিবেদক: পটিয়া উপজেলার ধলঘাটের উত্তর সমুলার জগন্নাথ আশ্রমের (ঝুলন বাড়ি) সাউন্ড বক্স, লাইট সহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে।

গত ১২ ডিসেম্বর মঙ্গলবার রাতে আশ্রমে এ চুরির ঘটনা ঘটে। মন্দিরের সভাপতি গৌতম কানুনগো জানান, রাতে মন্দিরের স্টোর রুমের তালা ভেঙে ২টি বড় জেবিএল সাউন্ডবক্স সহ সাউন্ড বক্সের সরঞ্জামাদি, ১৮টি স্টেইজ লাইট, ২টি মাইকের বড় ব্যাটারি সহ মাইকের সরঞ্জামাদি ৪টি এইচডি সিসি ক্যামরা এবং বিভিন্ন জিনিসপত্র ভর্তি ২টি বড় ট্রাংক সহ প্রায় ৫ লাখ টাকার জিনিসত্র চুরি হয়ে। বিষয়টি থানায় অবহিত করা হয়েছে।