Dhaka ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

১৪ দলের আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে বসেছেন মেনন ও ইনু

  • মিশু দাশ
  • Update Time : ০৪:৪৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • 32

মিশু দাশ, সূর্যোদয়: আসন ভাগাভাগি নিয়ে জোট সমন্বয়কের সঙ্গে বৈঠকে বসেছেন ওয়ার্কার্স পার্টি ও জাসদ নেতারা। ৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় এ বৈঠক শুরু হয়।

এতে উপস্থিত আছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার।

গতকাল ৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যার পর গণভবনে জোটনেত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শীর্ষ নেতারা দীর্ঘ পৌনে চার ঘণ্টার বৈঠক করে আসন ভাগাভাগি সম্পন্ন হয়নি। জোটের সমন্বয়ক আমির হোসেন আমু ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের ওপর দায়িত্ব দিয়ে বৈঠক শেষ হয়। জোট নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগ সভাপতির পক্ষে এসব নেতা বসে আসন ভাগাভাগি করবেন।

এর আগে ২৬ নভেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। শরিকদের মাত্র দুটি আসন ছেড়ে ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ।

Tag :
সর্বাধিক পঠিত

রাষ্ট্রপতির বাসভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা

১৪ দলের আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে বসেছেন মেনন ও ইনু

Update Time : ০৪:৪৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

মিশু দাশ, সূর্যোদয়: আসন ভাগাভাগি নিয়ে জোট সমন্বয়কের সঙ্গে বৈঠকে বসেছেন ওয়ার্কার্স পার্টি ও জাসদ নেতারা। ৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় এ বৈঠক শুরু হয়।

এতে উপস্থিত আছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার।

গতকাল ৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যার পর গণভবনে জোটনেত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শীর্ষ নেতারা দীর্ঘ পৌনে চার ঘণ্টার বৈঠক করে আসন ভাগাভাগি সম্পন্ন হয়নি। জোটের সমন্বয়ক আমির হোসেন আমু ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের ওপর দায়িত্ব দিয়ে বৈঠক শেষ হয়। জোট নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগ সভাপতির পক্ষে এসব নেতা বসে আসন ভাগাভাগি করবেন।

এর আগে ২৬ নভেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। শরিকদের মাত্র দুটি আসন ছেড়ে ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ।