Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম-১০ আসনে আ:লীগের মনোনয়নপত্র জমা দিলেন ফরিদ মাহমুদ

  • প্রদীপ নাথ
  • Update Time : ০৩:৫১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • 32

প্রদীপ নাথ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন ফরিদ মাহমুদ।

গতকাল ২০ নভেম্বর সোমবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজে মনোনয়ন ফরম সংগ্রহ করে দলীয় কার্যালয় জমা করেন তিনি। তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচন এবং গত উপ-নির্বাচনেও চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সর্বশেষ নগর যুবলীগের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রামে তিনি দীর্ঘদিন পরিশ্রম করে ছাত্রলীগ ও যুবলীগকে সুশৃংখলভাবে সংগঠিত করতে অর্থ ও মেধা দিয়ে কাজ করেছেন।

ফরিদ মাহমুদ দৈনিক সূর্যোদয়কে বলেন, চট্টগ্রাম-১০ আসনে তৃণমূলে আমার অবস্থান অনেক ভালো। এই আসন থেকে দলীয় মনোনয়ন পেলে ব্যাপক সাড়া পাবো এবং তৃণমূলে নেতাকর্মীরা অনেক দিন ধরেই আমাকে চাচ্ছেন। তিনি আরও বলেন, আমি ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতি করে এই পর্যন্ত এসেছি।

এসময় ফরিদ মাহমুদ বলেন, আমি সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। আমাদের জননেত্রী শেখ হাসিনা যদি এসব বিষয় বিবেচনা করেন তাহলে হয়তো তিনি আমার ব্যাপারে ভাববেন।

Tag :

রাষ্ট্রপতির বাসভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা

চট্টগ্রাম-১০ আসনে আ:লীগের মনোনয়নপত্র জমা দিলেন ফরিদ মাহমুদ

Update Time : ০৩:৫১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

প্রদীপ নাথ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন ফরিদ মাহমুদ।

গতকাল ২০ নভেম্বর সোমবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজে মনোনয়ন ফরম সংগ্রহ করে দলীয় কার্যালয় জমা করেন তিনি। তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচন এবং গত উপ-নির্বাচনেও চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সর্বশেষ নগর যুবলীগের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রামে তিনি দীর্ঘদিন পরিশ্রম করে ছাত্রলীগ ও যুবলীগকে সুশৃংখলভাবে সংগঠিত করতে অর্থ ও মেধা দিয়ে কাজ করেছেন।

ফরিদ মাহমুদ দৈনিক সূর্যোদয়কে বলেন, চট্টগ্রাম-১০ আসনে তৃণমূলে আমার অবস্থান অনেক ভালো। এই আসন থেকে দলীয় মনোনয়ন পেলে ব্যাপক সাড়া পাবো এবং তৃণমূলে নেতাকর্মীরা অনেক দিন ধরেই আমাকে চাচ্ছেন। তিনি আরও বলেন, আমি ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতি করে এই পর্যন্ত এসেছি।

এসময় ফরিদ মাহমুদ বলেন, আমি সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। আমাদের জননেত্রী শেখ হাসিনা যদি এসব বিষয় বিবেচনা করেন তাহলে হয়তো তিনি আমার ব্যাপারে ভাববেন।