০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা নির্বাচন কমিশন ভবন

  • মিশু দাশ
  • আপডেট: ১২:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • 107

মিশু দাশ, সূর্যোদয়: আগারগাঁওয়ে নির্বাচন ভবনকে নিরাপত্তাব্যবস্থায় নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। নির্বাচন ভবনের মোতায়েন করা হয়েছে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের। সেই সঙ্গে নির্বাচন ভবনের ভেতরেও দর্শনার্থীদের বিষয়ে কড়াকড়ি উদ্যোগ নেওয়া হয়েছে।

১৫ নভেম্বর বুধবার সরেজমিনে দেখা গেছে, সকাল ৮টার পর থেকে নির্বাচন ভবন এলাকার সামনে র‌্যাব সদস্যরা গাড়িতে করে টহল দিচ্ছেন। গুরুত্বপূর্ণ এই স্থাপনার প্রবেশপথেও ব্যারিকেড দেওয়া হয়েছে।

আজ ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল ঘোষণাকে সামনে রেখে অবরোধ কর্মসূচিতে এমন প্রস্তুতি বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, তাদের নিরাপত্তাব্যবস্থা সেভাবে প্রতিনিয়ত সাজানো হচ্ছে। তা ছাড়া সাদাপোশাকে বাড়তি পুলিশ বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন ভবন রাজধানীর শেরেবাংলা নগর এলাকায়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, মঙ্গলবার থেকে এই এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা নির্বাচন কমিশন ভবন

আপডেট: ১২:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

মিশু দাশ, সূর্যোদয়: আগারগাঁওয়ে নির্বাচন ভবনকে নিরাপত্তাব্যবস্থায় নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। নির্বাচন ভবনের মোতায়েন করা হয়েছে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের। সেই সঙ্গে নির্বাচন ভবনের ভেতরেও দর্শনার্থীদের বিষয়ে কড়াকড়ি উদ্যোগ নেওয়া হয়েছে।

১৫ নভেম্বর বুধবার সরেজমিনে দেখা গেছে, সকাল ৮টার পর থেকে নির্বাচন ভবন এলাকার সামনে র‌্যাব সদস্যরা গাড়িতে করে টহল দিচ্ছেন। গুরুত্বপূর্ণ এই স্থাপনার প্রবেশপথেও ব্যারিকেড দেওয়া হয়েছে।

আজ ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল ঘোষণাকে সামনে রেখে অবরোধ কর্মসূচিতে এমন প্রস্তুতি বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, তাদের নিরাপত্তাব্যবস্থা সেভাবে প্রতিনিয়ত সাজানো হচ্ছে। তা ছাড়া সাদাপোশাকে বাড়তি পুলিশ বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন ভবন রাজধানীর শেরেবাংলা নগর এলাকায়। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, মঙ্গলবার থেকে এই এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।