০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে অবরোধের মধ্যে চলছে দূরপাল্লার বাস

  • প্রদীপ নাথ
  • আপডেট: ১১:৪৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • 58

প্রদীপ নাথ, চট্টগ্রাম: বিএনপি-জামায়াতের ঢাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির মধ্যে বন্দরনগরী চট্টগ্রামে যান চলাচল অনেকটা স্বাভাবিক। নগরী ও জেলা উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল করছে। চলছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূরপাল্লার যানবাহন।

১৫ নভেম্বর বুধবার পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে সকাল থেকে চট্টগ্রাম নগরীর সর্বত্র সব ধরনের যানবাহন চলছে স্বাভাবিকভাবে।

নগরীর অলঙ্কার মোড়ের এনা পরিবহনের কতৃপক্ষ জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ঢাকা ও অন্যান্য গন্তব্যের গাড়ি ছেড়ে যাচ্ছে প্রতি ঘণ্টায়, তবে যাত্রী সংখ্যা কম।

নগরীর চান্দগাঁও এলাকার সৌদিয়া পরিবহন কাউন্টারে দায়িত্বরত কর্মকর্তারা জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো প্রতিবন্ধকতা নেই। এদিকে, চট্টগ্রাম নগরীতে সব ধরনের গণপরিবহন চলাচল করছে স্বাভাবিকভাবে। নগরীর বহদ্দার হাট, জিইসি, আগ্রাবাদ, বন্দর, ইপিজেড, চকবাজারসহ বিভিন্ন এলাকায় প্রতিদিনের নিয়মে স্বাভাবিক যানজটও লক্ষ্য করা গেছে। যাত্রীবাহী বাস ও গণপরিবহনের পাশাপাশি নগরী ও আন্তজেলা মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য যানবাহনও স্বাভাবিকভাবে চলাচল করছে। চট্টগ্রাম নগরীর কোথাও অবরোধের সমর্থনে মিছিল পিকেটিং-এর খবর পাওয়া যায়নি।

অবরোধের কারণে জনগণের ভোগান্তি বাড়েলেও রাস্তায় যান চলাচল বেড়েছে।

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে অবরোধের মধ্যে চলছে দূরপাল্লার বাস

আপডেট: ১১:৪৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

প্রদীপ নাথ, চট্টগ্রাম: বিএনপি-জামায়াতের ঢাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির মধ্যে বন্দরনগরী চট্টগ্রামে যান চলাচল অনেকটা স্বাভাবিক। নগরী ও জেলা উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল করছে। চলছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূরপাল্লার যানবাহন।

১৫ নভেম্বর বুধবার পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে সকাল থেকে চট্টগ্রাম নগরীর সর্বত্র সব ধরনের যানবাহন চলছে স্বাভাবিকভাবে।

নগরীর অলঙ্কার মোড়ের এনা পরিবহনের কতৃপক্ষ জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ঢাকা ও অন্যান্য গন্তব্যের গাড়ি ছেড়ে যাচ্ছে প্রতি ঘণ্টায়, তবে যাত্রী সংখ্যা কম।

নগরীর চান্দগাঁও এলাকার সৌদিয়া পরিবহন কাউন্টারে দায়িত্বরত কর্মকর্তারা জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো প্রতিবন্ধকতা নেই। এদিকে, চট্টগ্রাম নগরীতে সব ধরনের গণপরিবহন চলাচল করছে স্বাভাবিকভাবে। নগরীর বহদ্দার হাট, জিইসি, আগ্রাবাদ, বন্দর, ইপিজেড, চকবাজারসহ বিভিন্ন এলাকায় প্রতিদিনের নিয়মে স্বাভাবিক যানজটও লক্ষ্য করা গেছে। যাত্রীবাহী বাস ও গণপরিবহনের পাশাপাশি নগরী ও আন্তজেলা মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য যানবাহনও স্বাভাবিকভাবে চলাচল করছে। চট্টগ্রাম নগরীর কোথাও অবরোধের সমর্থনে মিছিল পিকেটিং-এর খবর পাওয়া যায়নি।

অবরোধের কারণে জনগণের ভোগান্তি বাড়েলেও রাস্তায় যান চলাচল বেড়েছে।