০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের অবরোধে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

আবুল কালাম আজাদ, সূর্যোদয়: বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে।

আজ ১৫ নভেম্বর বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধে মধ্যে রাজধানীর সড়কগুলোতে যানচলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়ে ৪৮ ঘণ্টার এ অবরোধ চলবে আগামী শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

এদিকে পঞ্চম দফা অবরোধ শুরুর আগেই গতকাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত রাজধানীতে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত ১৩ নভেম্বর সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অবরোধের ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর থেকে বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলোর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ পালন করা হয়। এরপর গতকাল (মঙ্গলবার) একদিনের বিরতি দিয়ে আজ বুধবার সকাল ৬টা থেকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়।

সর্বাধিক পঠিত

চিন্ময় দাসের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার

বিএনপি-জামায়াতের অবরোধে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

আপডেট: ১১:৩২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

আবুল কালাম আজাদ, সূর্যোদয়: বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে।

আজ ১৫ নভেম্বর বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধে মধ্যে রাজধানীর সড়কগুলোতে যানচলাচল স্বাভাবিক রয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়ে ৪৮ ঘণ্টার এ অবরোধ চলবে আগামী শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

এদিকে পঞ্চম দফা অবরোধ শুরুর আগেই গতকাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত রাজধানীতে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত ১৩ নভেম্বর সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অবরোধের ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর থেকে বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলোর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ পালন করা হয়। এরপর গতকাল (মঙ্গলবার) একদিনের বিরতি দিয়ে আজ বুধবার সকাল ৬টা থেকে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়।