Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি কার্যালয়ের সামনে থেকে ব্যারিকেড সরিয়ে নিয়েছে পুলিশ

আব্দুর রহমান মানিক, সূর্যোদয়: নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দুই পাশে রাখা লোহার ব্যারিকেড সরিয়ে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে এ ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়। তবে দলটির কেন্দ্রীয় কার্যালয় এখনও তালাবদ্ধ।

rআজ ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি কার্যালয়ের পার্শ্ববর্তী ভিক্টরি হোটেলের গলিতে এবং শ্রিংলা ইন রেস্টুরেন্টের সামনে অবস্থান করছেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত মহাসমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা। এরপর থেকে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের কলাপসিবল গেট বাইরে থেকে তালাবদ্ধ। তখন থেকেই কার্যালয় কার্যত পুলিশের নিয়ন্ত্রণে। বিএনপি কার্যালয় ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পর্যায়ক্রমে দিনরাত ২৪ ঘণ্টা তারা সেখানে অবস্থান করছেন। এছাড়া গত সপ্তাহে কার্যালয়ের সামনে লোহার ব্যারিকেড আনা হয়। এদিকে বিএনপি কার্যালয়ের সামনে ও এর আশপাশের এলাকা থেকে গত কয়েকদিনে দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি কার্যালয়ে পুলিশ তালা মারেনি, তারা নিজেরাই তালা মেরে রেখেছে এবং তারা এখন সেখানে আসে না। কেন আসে না- সেটা তারাই ভালো বলতে পারবে। আমাদের পুলিশ সেখানে সবসময়ই থাকে নিরাপত্তার জন্য। তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা যদি এখানে আসে, অফিস খুলে কার্যক্রম চালায়- আমাদের কোনো আপত্তি নেই বা কখনোই ছিল না।

Tag :

রাষ্ট্রপতির বাসভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা

বিএনপি কার্যালয়ের সামনে থেকে ব্যারিকেড সরিয়ে নিয়েছে পুলিশ

Update Time : ০২:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

আব্দুর রহমান মানিক, সূর্যোদয়: নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দুই পাশে রাখা লোহার ব্যারিকেড সরিয়ে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে এ ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়। তবে দলটির কেন্দ্রীয় কার্যালয় এখনও তালাবদ্ধ।

rআজ ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি কার্যালয়ের পার্শ্ববর্তী ভিক্টরি হোটেলের গলিতে এবং শ্রিংলা ইন রেস্টুরেন্টের সামনে অবস্থান করছেন। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত মহাসমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা। এরপর থেকে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের কলাপসিবল গেট বাইরে থেকে তালাবদ্ধ। তখন থেকেই কার্যালয় কার্যত পুলিশের নিয়ন্ত্রণে। বিএনপি কার্যালয় ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পর্যায়ক্রমে দিনরাত ২৪ ঘণ্টা তারা সেখানে অবস্থান করছেন। এছাড়া গত সপ্তাহে কার্যালয়ের সামনে লোহার ব্যারিকেড আনা হয়। এদিকে বিএনপি কার্যালয়ের সামনে ও এর আশপাশের এলাকা থেকে গত কয়েকদিনে দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি কার্যালয়ে পুলিশ তালা মারেনি, তারা নিজেরাই তালা মেরে রেখেছে এবং তারা এখন সেখানে আসে না। কেন আসে না- সেটা তারাই ভালো বলতে পারবে। আমাদের পুলিশ সেখানে সবসময়ই থাকে নিরাপত্তার জন্য। তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা যদি এখানে আসে, অফিস খুলে কার্যক্রম চালায়- আমাদের কোনো আপত্তি নেই বা কখনোই ছিল না।