Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চলমান হরতাল-অবরোধে সহিংসতায় ২৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

  • Reporter Name
  • Update Time : ১০:৫৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • 43

তপন তালুকদার, সূর্যোদয়: হরতাল ও অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানার দায়ে দেশের বিভিন্ন স্থান থেকে ২৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল ৬ নভেম্বর সোমবার দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান।

তিনি বলেন, ৬ নভেম্বর সোমবার র‌্যাব দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার ঘটনায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকা থেকে বিরোধী রাজনৈতিক দলের সদস্য ও স্থানীয় ক্যাডার অলি হোসেন, গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকা থেকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্থানীয় ইউপি সদস্য ও সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক দুলালকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, নারায়ণগঞ্জ থেকে তিনজন, গাজীপুর থেকে একজন, মানিকগঞ্জ থেকে একজন, রাজশাহী থেকে একজন, যশোর থেকে একজন, ফরিদপুর থেকে একজন, ময়মনসিংহ থেকে একজন, কক্সবাজার থেকে দুইজনসহ দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় সর্বমোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতকারী এবং স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিরি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

Tag :

রাষ্ট্রপতির বাসভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা

চলমান হরতাল-অবরোধে সহিংসতায় ২৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

Update Time : ১০:৫৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩

তপন তালুকদার, সূর্যোদয়: হরতাল ও অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানার দায়ে দেশের বিভিন্ন স্থান থেকে ২৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল ৬ নভেম্বর সোমবার দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান।

তিনি বলেন, ৬ নভেম্বর সোমবার র‌্যাব দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার ঘটনায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকা থেকে বিরোধী রাজনৈতিক দলের সদস্য ও স্থানীয় ক্যাডার অলি হোসেন, গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকা থেকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্থানীয় ইউপি সদস্য ও সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক দুলালকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, নারায়ণগঞ্জ থেকে তিনজন, গাজীপুর থেকে একজন, মানিকগঞ্জ থেকে একজন, রাজশাহী থেকে একজন, যশোর থেকে একজন, ফরিদপুর থেকে একজন, ময়মনসিংহ থেকে একজন, কক্সবাজার থেকে দুইজনসহ দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় সর্বমোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতকারী এবং স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিরি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।