সাতকানিয়া প্রতিনিধি: সাতকানিয়ায় সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ২ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা ইল্লাল্লাহ ট্রাষ্টের পাশে আনুমানিক ২১ একর জায়গার উপর নির্মিত ১২টি টিনের ঘর উচ্ছেদ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকা বলে জানা গেছে।
উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরাফাত সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, চলতি বছরের ২৩ মে আদালতের আদেশের প্রেক্ষিতে সাতকানিয়া উপজেলা ভূমি অফিস থেকে অবৈধ দখলদারদের সরকারি জমির দখল ছেড়ে দেয়ার জন্য একটি নোটিশ দেওয়া হয়। তবুও দখলদাররা উক্ত জায়গা অবৈধ দখলে রাখায় গতকাল ২ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরাফাত সিদ্দিকী অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করে।
উচ্ছেদ অভিযানে স্থানীয় চেয়ারম্যান আবু ছালেহ, পুলিশ, আনসার ও চৌকিদারসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।