Dhaka ০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিমায় তুলির শেষ আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে দিচ্ছেন শিল্পীরা

  • Reporter Name
  • Update Time : ০১:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • 41

মিশু দাশ, সূর্যোদয়: আগামীকাল ২০ অক্টোবর শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা। কাল থেকে মন্দিরে মন্দিরে পৌঁছে যাবে দেবী দুর্গার প্রতিমা। তাই তুলির শেষ আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে দিচ্ছেন শিল্পীরা। পাশাপাশি শাড়ি, মুকুট, শাঁখা সিঁদুর লাগানো হচ্ছে। পূজা উপলক্ষে সারাদেশে চলছে মন্দিরের প্যান্ডেল বানানোর কাজও শেষ চলছে পূজা উদযাপনের প্রস্তুতি।

জানা গেছে, আগামীকাল শুক্রবার ষষ্ঠী তিথিতে শুরু হবে এ পূজা এবং মঙ্গলবার দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এ বছরের শারদীয় দূর্গোৎসব। ইতোমধ্যে পূজার সলঠ প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  সরেজমিনে মণ্ডপে ঘুরে দেখা যায়, দুর্গাদেবীর প্রতিমার সঙ্গে শোভা পাচ্ছে গণেশ, সরস্বতী, লক্ষী, অসুর, সিংহ, মহিষ, মহাদেব ও কার্তিকের প্রতিমা। এদিকে পূজার যাবতীয় অনুষঙ্গ কেনাকাটায় রাজধানীর শাঁখারীবাজারের খ্যাতি রয়েছে। দেবীকে সাজাতে ও আরাধনার জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটায় সরগরম পুরান ঢাকার শাঁখারীবাজার।

দুর্গাপূজা ছাড়াও সব ধরনের পূজা, ধর্মীয় আচারের প্রয়োজনীয় সামগ্রী কিনতে সারা বছর ক্রেতারা ভিড় জমান শাঁখারীবাজারের দোকানগুলোতে। কম দামের বেশি দামের, সবকিছুই মেলে এখানে। সরেজমিন শাঁখারীবাজার ঘুরে দেখা যায়, পূজা ও প্রতিমা-সামগ্রীর দোকানগুলোতে উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ক্রেতারা। কেউ কিনছেন প্রতিমার জন্য শাড়ি-গহনা, কেউ অস্ত্রশস্ত্র, আবার কেউ বা কিনছেন মুকুট।

Tag :

রাষ্ট্রপতির বাসভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা

প্রতিমায় তুলির শেষ আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে দিচ্ছেন শিল্পীরা

Update Time : ০১:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

মিশু দাশ, সূর্যোদয়: আগামীকাল ২০ অক্টোবর শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা। কাল থেকে মন্দিরে মন্দিরে পৌঁছে যাবে দেবী দুর্গার প্রতিমা। তাই তুলির শেষ আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে দিচ্ছেন শিল্পীরা। পাশাপাশি শাড়ি, মুকুট, শাঁখা সিঁদুর লাগানো হচ্ছে। পূজা উপলক্ষে সারাদেশে চলছে মন্দিরের প্যান্ডেল বানানোর কাজও শেষ চলছে পূজা উদযাপনের প্রস্তুতি।

জানা গেছে, আগামীকাল শুক্রবার ষষ্ঠী তিথিতে শুরু হবে এ পূজা এবং মঙ্গলবার দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এ বছরের শারদীয় দূর্গোৎসব। ইতোমধ্যে পূজার সলঠ প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  সরেজমিনে মণ্ডপে ঘুরে দেখা যায়, দুর্গাদেবীর প্রতিমার সঙ্গে শোভা পাচ্ছে গণেশ, সরস্বতী, লক্ষী, অসুর, সিংহ, মহিষ, মহাদেব ও কার্তিকের প্রতিমা। এদিকে পূজার যাবতীয় অনুষঙ্গ কেনাকাটায় রাজধানীর শাঁখারীবাজারের খ্যাতি রয়েছে। দেবীকে সাজাতে ও আরাধনার জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটায় সরগরম পুরান ঢাকার শাঁখারীবাজার।

দুর্গাপূজা ছাড়াও সব ধরনের পূজা, ধর্মীয় আচারের প্রয়োজনীয় সামগ্রী কিনতে সারা বছর ক্রেতারা ভিড় জমান শাঁখারীবাজারের দোকানগুলোতে। কম দামের বেশি দামের, সবকিছুই মেলে এখানে। সরেজমিন শাঁখারীবাজার ঘুরে দেখা যায়, পূজা ও প্রতিমা-সামগ্রীর দোকানগুলোতে উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ক্রেতারা। কেউ কিনছেন প্রতিমার জন্য শাড়ি-গহনা, কেউ অস্ত্রশস্ত্র, আবার কেউ বা কিনছেন মুকুট।