প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের আমিন কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে এনেছে। ৪ অক্টোবর বুধবার ভোর সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর সাড়ে ৬টায় আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনে।