Dhaka ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

পরিবর্তন ও সংশোধন করা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • 38

সূর্যোদয় প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পরিবর্তন ও সংশোধন করা হচ্ছে। আইনটি সাইবার নিরাপত্তা আইন-২০২৩ নামে প্রতিস্থাপিত হবে বলে।

জানা গেছে, ৭ আগস্ট সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন ও সংশোধন করে নতুন আইনে প্রতিস্থাপন করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার একটি উচ্চপদস্থ সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এটা বাতিল বলা যাবে না, কারণ ওই আইনের অনেকগুলো ধারা নতুন এই আইনে আছে। আগের আইনের অনেকগুলো ধারা আমরা সংশোধন করেছি। পরে এ বিষয়ে জানতে আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, যেসব পরিবর্তন আসছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানহানির মামলায় আগে জেল ও জরিমানার বিধান ছিল। জেলের বিধানটি বাদ দিয়ে শুধু জরিমানার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার লিসেনিং গভর্নমেন্ট হিসেবে কাজ করছে। সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে র্দীঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল সংশ্লিষ্টরা।

Tag :
সর্বাধিক পঠিত

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে দিনদুপুরে গুলি করে হত্যা

পরিবর্তন ও সংশোধন করা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন

Update Time : ০৩:৫৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩

সূর্যোদয় প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পরিবর্তন ও সংশোধন করা হচ্ছে। আইনটি সাইবার নিরাপত্তা আইন-২০২৩ নামে প্রতিস্থাপিত হবে বলে।

জানা গেছে, ৭ আগস্ট সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন ও সংশোধন করে নতুন আইনে প্রতিস্থাপন করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার একটি উচ্চপদস্থ সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এটা বাতিল বলা যাবে না, কারণ ওই আইনের অনেকগুলো ধারা নতুন এই আইনে আছে। আগের আইনের অনেকগুলো ধারা আমরা সংশোধন করেছি। পরে এ বিষয়ে জানতে আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, যেসব পরিবর্তন আসছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানহানির মামলায় আগে জেল ও জরিমানার বিধান ছিল। জেলের বিধানটি বাদ দিয়ে শুধু জরিমানার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার লিসেনিং গভর্নমেন্ট হিসেবে কাজ করছে। সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে র্দীঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল সংশ্লিষ্টরা।