০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিস্ফোরক মামলা পটিয়ার বিএনপি নেতাকর্মীদের হাইকোর্টে আগাম জামিন

  • আপডেট: ০৫:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • 84

চট্টগ্রাম ব্যুরো : পটিয়ায় বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে যুবলীগ নেতার দায়েরকৃত বিস্ফোরক মামলার ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ বিএনপির নেতাদের জামিন দিয়েছেন বলে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ১৫ জুলাই রাতে পটিয়া পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাদী হয়ে পটিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব খোরশেদ আলমকে প্রধান আসামি করে আরো ২০ জনের নাম উল্লেখ করে বিস্ফোরণ আইনের ৩ ধারায় পটিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন পটিয়া পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম সওদাগর, কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান বাবু, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইউনুস, জেলা বিএনপি নেতা মঈনুল আলম ছোটন, পৌর যুবদল নেতা এস এম রেজা রিপন, সাইফুর রহমান আবু, মো. নুরুল আবসার, মো. ইমরান, পিচ্চি করিম, আক্তারুজ্জামান বাবুল, কাজিম উদ্দিন, মনসফ আলী, মফিজুর রহমান, আল রহমান সোহেল, আজাদ খান, আবদুল সালাম, জাহাঙ্গীর আলম, জসিম মোল্লা, মো. বেলাল, আলম মেম্বার। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো ১৪০-১৫০ জনের বিরুদ্ধে এ মামলটি দায়ের করা হয়।

সর্বাধিক পঠিত

হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব গল্পের সম্ভার: বিবৃতিতে সেনাসদর

বিস্ফোরক মামলা পটিয়ার বিএনপি নেতাকর্মীদের হাইকোর্টে আগাম জামিন

আপডেট: ০৫:৫৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩

চট্টগ্রাম ব্যুরো : পটিয়ায় বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে যুবলীগ নেতার দায়েরকৃত বিস্ফোরক মামলার ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ বিএনপির নেতাদের জামিন দিয়েছেন বলে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ১৫ জুলাই রাতে পটিয়া পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাদী হয়ে পটিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব খোরশেদ আলমকে প্রধান আসামি করে আরো ২০ জনের নাম উল্লেখ করে বিস্ফোরণ আইনের ৩ ধারায় পটিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন পটিয়া পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম সওদাগর, কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান বাবু, হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইউনুস, জেলা বিএনপি নেতা মঈনুল আলম ছোটন, পৌর যুবদল নেতা এস এম রেজা রিপন, সাইফুর রহমান আবু, মো. নুরুল আবসার, মো. ইমরান, পিচ্চি করিম, আক্তারুজ্জামান বাবুল, কাজিম উদ্দিন, মনসফ আলী, মফিজুর রহমান, আল রহমান সোহেল, আজাদ খান, আবদুল সালাম, জাহাঙ্গীর আলম, জসিম মোল্লা, মো. বেলাল, আলম মেম্বার। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো ১৪০-১৫০ জনের বিরুদ্ধে এ মামলটি দায়ের করা হয়।