মোহাম্মদ আবুল হাসেম : চট্টগ্রাম -২ ফটিকছড়ি আসনে অবহেলিত উত্তর ফটিকছড়ি থেকে জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ অথবা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন দিলেন বিশিষ্ট ব্যবসায়ী মেহেদি হাসান বিপ্লব। তবে আনুষ্ঠানিক ঘোষণাটি তিনি এখনো ঘোষনা দেননি বলে তার একটি বিস্বস্থ সুত্র জানিয়েছেন।
জানা গেছে, চট্টগ্রাম উত্তর জেলায় অবস্থিত ফটিকছড়ির ১৮টি ইউনিয়ন আর দু’টি পৌর এলাকা নিয়ে চট্টগ্রাম-২ সংসদীয় আসন গঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় বর্তমানে এ এলাকার সর্বত্রই চলছে রাজনৈতিক আলোচনা। এলাকাবাসীর দাবী এই আসনে নতুন কাউকে প্রার্থী কারা হোক। কারণ আওয়ামী লীগের পুরোনো নেতারা দলীয় কোন্দলের কারণে তিন ধারায় বিভক্ত। চট্টগ্রামের সন্ত্রাস কবলিত চট্টগ্রাম -২ ফটিকছড়ির আসনটি বিশাল এলাকা নিয়ে গঠিত বলে খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীতা নিয়ে এলাকায় শুরু হয়েছে আলোচনা সমালোচনা। চলছে কর্মী-সমর্থকদের মাঝে বিশ্লেষণ।
জানা যায়, এই আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চান জনপ্রিয় ব্যবসায়ী প্রতিষ্ঠান জেএইচএম গ্রুপের ডিএমডি মেহেদি হাসান বিপ্লব। তিনি প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন চাইবেন। যদি আওয়ামী লীগ তাকে মনোনয়ন না দেয় তাহলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সুত্র জানায় মেহেদি হাসান বিপ্লব আওয়ামী রাজনীতির সাথে সরাসরি জড়িত না থাকলেও তিনি সবসময় আওয়ামী লীগের জন্য নিবেদিত ছিলেন। ফটিকছড়িতে রয়েছে তার বিশাল কর্মী বাহিনী।
জানা গেছে, মেহেদি হাসান বিপ্লব দীর্ঘদিন যাবত উত্তর ফটিকছড়ি এলাকায় নিজের অর্থ দিয়ে ব্যক্তিগত ভাবে এলাকার উন্নয়ন কাজ করে যাচ্ছেন। হঠাৎ নতুন মূখ হিসেবে আওয়ামী লীগের ব্যানারে অথবা স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়টি ফটিকছড়িতে জানাজানি হলে মেহেদি হাসান বিপ্লব শুভেচ্ছা জানিয়ে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করছেন।