Dhaka ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪, ৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঈদুল আজহার প্রধান জামাতে দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩
  • 9

সূর্যোদয় প্রতিবেদক : রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে আজ ২৯ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় দেশের প্রধান ঈদ জামাত। ঈদুল আজহার প্রধান জামাত শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এতে ইমামতি করেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মাওলানা মুশতাক আহমেদ। পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা মহামারিতে মৃতদের জন্য দোয়া করা হয়। এ ছাড়া মোনাজাতে সবার গুনাহ মাফ ও মৃত ব্যক্তির কবরের আজাবে মাফ চাওয়া হয়। বিশ্ব শান্তির জন্য দোয়া করা হয় এসময়।
এ ছাড়া হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা, মন্ত্রী ও সিটি মেয়রসহ দেশ পরিচালনায় নিয়জিত সবার জন্য নেক হায়াত কামনা করা হয়।
এ জামাতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, উত্তর সিটি করপোরেশন মেয়র মো. আতিকুর রহমান,সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মুসলমান অংশ নেন।
প্রতিবছরের মতো এবারও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মাঠ প্রস্তুতের সঙ্গে সম্পৃক্ত সিটি করপোরেশনরে একজন বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের যে ধারণ ক্ষমতা ছিল, বৃষ্টির কারণে কম মুসুল্লি এসেছেন। ভারী মুসল্লিরা আসতে পারেননি।

Tag :
সর্বাধিক পঠিত

ঈদুল আজহার প্রধান জামাতে দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া

Update Time : ১১:৫৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩

সূর্যোদয় প্রতিবেদক : রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে আজ ২৯ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় দেশের প্রধান ঈদ জামাত। ঈদুল আজহার প্রধান জামাত শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। এতে ইমামতি করেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মাওলানা মুশতাক আহমেদ। পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা মহামারিতে মৃতদের জন্য দোয়া করা হয়। এ ছাড়া মোনাজাতে সবার গুনাহ মাফ ও মৃত ব্যক্তির কবরের আজাবে মাফ চাওয়া হয়। বিশ্ব শান্তির জন্য দোয়া করা হয় এসময়।
এ ছাড়া হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা, মন্ত্রী ও সিটি মেয়রসহ দেশ পরিচালনায় নিয়জিত সবার জন্য নেক হায়াত কামনা করা হয়।
এ জামাতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, উত্তর সিটি করপোরেশন মেয়র মো. আতিকুর রহমান,সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মুসলমান অংশ নেন।
প্রতিবছরের মতো এবারও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মাঠ প্রস্তুতের সঙ্গে সম্পৃক্ত সিটি করপোরেশনরে একজন বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের যে ধারণ ক্ষমতা ছিল, বৃষ্টির কারণে কম মুসুল্লি এসেছেন। ভারী মুসল্লিরা আসতে পারেননি।