সূর্যোদয় প্রতিবেদক : রাজধানীর সবুজবাগ থানার পূর্ব বাসাবো পাটোয়ারী গলির একটি বাসা থেকে শামীমা (১৮) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ জুন শনিবার ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার রূপ পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ বলেন, গত একমাস আগে শামীমার বিয়ে হয়। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তার বড় বোন ফাতেমা তাকে ঢাকায় নিয়ে আসেন। পরে গত ৬ জুন একটি বাসায় গৃহকর্মীর কাজের জন্য নিয়োগ দেওয়া হয় তাকে। গতকাল ওই বাসার গৃহকর্তা কাজের জন্য বাহিরে যাওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে দেখতে পান ড্রয়িং রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন শামীমা। পরে আমাদের কাছে খবর এলে আমরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোরবেলা মর্গে পাঠাই।
তিনি আরও বলেন, শামিমার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার চুনকুড়ি গ্রামে।