সূর্যোদয় প্রতিবেদক : বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ১৮ এপ্রিল মঙ্গলবার থেকেই রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। ঘরমুখো মানুষের চাপ বেড়েছে বিভিন্ন মহাসড়কে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। সেই সঙ্গে বেড়েছে যানবাহনের চাপও। মঙ্গলবার ১৮ এপ্রিল সন্ধ্যার পর থেকেই বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে ঘরমুখো যাত্রীদের। তীব্র গরমের কারণে যাত্রীদের ভোগান্তিও কিছুটা বেড়েছে। তবে যথাসময়ে গন্তব্যস্থলে যেতে পারলেই খুশি বলে জানিয়েছেন যাত্রীরা।
শিরোনাম: