সূর্যোদয় প্রতিবেদক : রাজধানীর মতিঝিলের ওয়ান্ডারার্স ক্লাবের ভেতর থেকে মো. স্বপন চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৮ এপ্রিল শনিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার উপ-পরিদর্শক হাসান মিয়া বলেন, আমরা মতিঝিল ওয়ান্ডারার্স ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ক্লাবের সিঁড়ি থেকে স্বপন চৌধুরীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মৃত ব্যক্তি দীর্ঘ ১১ বছর ধরে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে কাজ করতেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম: