চট্টগ্রাম ব্যুরো : বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিভাগীয় কর্মকর্তা আরিফুর রহমান নিজেকে পরিচালক একেএম শওকত আলম মজুমদারের আস্থাভাজন দাবী করে বেপরোয়া হয়ে উঠছেন দিন দিন। বিগত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় চট্টগ্রাম নগরের মুরাদপুরে যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের সাথে হামলায় অংশ নিয়েছিলেন আরিফুর রহমান। জানাগেছে, তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন ৮ নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠজন হয়ে যুবলীগ ক্যাডার হেলাল আকবর চৌধূরী বাবরের সাথে অস্ত্র হাতে নিয়ে ছাত্র আন্দোলনের বিপক্ষে অংশ নেন। আওয়ামী লীগের কট্টর সমর্থক হওয়ায় তিনি প্রভাব কাটিয়ে যোগ্য কর্মকর্তা থাকা সত্বেও অতিরিক্ত বিজ বাগান বিভাগের দায়িত্ব বাগিয়ে নিয়েছেন। শেখ হাসিনার শাসনে দাপটের সঙ্গে বন গবেষণা ইনস্টিটিউটে খবরদারি করেছেন এই আরিফুর রহমান। বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) এর কক্সবাজারের রেষ্ট হাউজে প্রায় সময় খারাপ নারীদের নিয়ে মদ ও ইয়াবার আসর বসাতেন তিনি। খবর নিয়ে জানাগেছে, বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক একেএম শওকত আলম মজুমদারের আস্থাভাজন তিনি। তাই বিভাগীয় কর্মকর্তা প্রশাসনের পদটি ভাগিয়ে নিতে জোড় তদবির চালাচ্ছেন। এর জন্য তিনি ষোলশহরে অবস্থিত বন গবেষণা ইন্সটিটিউটের প্রধান কার্যালয়ের সকল ধরনের মিথ্যা তথ্য দিয়ে আসছেন মন্ত্রণালয়ের আমলাদের। এ বিষয়ে বিভাগীয় কর্মকর্তা আরিফুর রহমানকে বক্তব্যের জন্য ফোন করেও কথা বলা সম্ভব হয়নি।
১০:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম: