চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘প্রভাতফেরি’ উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহমদ আলী চৌধুরী, এস এম আক্কাছ উদ্দিন, মোহাম্মদ শহিদুল আলম, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিকুল ইসলাম, সালাউদ্দিন জিকু, মোহাম্মদ জিপন, মোহাম্মদ ইউছুপ আরাফাত, নুরুল আবছার নুরী, মোহাম্মদ ওবাইদুল আকবর রুবেল, এইচ এম সাইফুল প্রমুখ।
শিরোনাম: