মাকসুদর রহমান, সৌদি আরব ব্যুরো : সৌদি আরবে এসে পৌঁছাল বাংলাদেশ ফুটবল দল। গতকাল ভোরে তায়েফে এসে পৌঁছেছে দল। এশিয়ান কাপ বাছাই পর্বে ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে এখানেই কন্ডিশনিং ক্যাম্প করতে ৩০ ফুটবলার সৌদি আরব এসেছেন। গতকাল রাতেই প্রস্তুতিতে নামার কথা তাঁদের। তায়েফের আবহাওয়া ও কন্ডিশন ভারতের শিলংয়ের আবহাওয়ার সঙ্গে অনেকটা মিল থাকায় এ প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১৭ ফেব্রুয়ারি দল ঢাকায় ফিরে যাবে। ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমেদুল সৌদিতে ক্যাম্পে যোগ দেবেন। হামজা চৌধুরী ১৮ বা ১৯ মার্চ ঢাকায় আসবেন। ২০ মার্চ বাংলাদেশ ফুটবল দল ভারত যাবে। গ্রুপে অন্য দুই দল হচ্ছে হংকং ও সিঙ্গাপুর। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে একটি দলের তিনটি করে খেলা। দলীয় ম্যানেজার আমের খান জানান, সৌদি আরবে সবাই সুস্থ রয়েছেন। বাংলাদেশ জাতীয় দল এর আগেও সৌদি আরবে ক্যাম্প করেছিল। কিন্তু এখানে অর্থ অপচয় ছাড়া কিছুই হয়নি। প্রতিযোগিতামূলক ফুটবলে ব্যর্থতার বৃত্তেই বন্দি ছিল। এবার ভারতের বিপক্ষে প্রস্তুতি নিচ্ছে হাভিয়ের কাবরেরার শিস্যরা।
শিরোনাম: