Dhaka ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপাল সন্ত্রাসীরা

  • মিশু দাশ
  • আপডেট: ০৩:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 21

মিশু দাশ : রাজধানীর উত্তরায় রাস্তায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়েছে অপরাধী চক্রের সদস্যরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুই জনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। আটককৃতরা হলেন মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, উত্তরা ৭ নম্বর সেক্টরের ভেতরে একটি অপরাধী চক্রের সদস্যরা উচ্চ শব্দে হর্ন বাজিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তারা একটি শিশুকে মোটরসাইকেলে চাপা দেওয়ার চেষ্টা করেন। এ সময় হর্ন বাজানো নিয়ে সন্ত্রাসীদের সঙ্গে অপর একটি মোটরসাইকেলে থাকা দম্পতির কথা কাটাকাটি হয়। এর মধ্যে একটি মোটরসাইকেল গিয়ে একটি রিকশায় ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাদের লোকজন ডেকে রামদা দিয়ে ওই দম্পতিকে কোপাতে থাকেন। এক পর্যায়ে স্থানীয়রা চক্রের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সূত্রে আরও জানা যায়, সন্ত্রাসীরা ভুক্তভোগীদের মারধর করে। ওই চক্রের বাকি সদস্যরা এই ঘটনার খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে দম্পতিকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে স্থানীয় জনতা এগিয়ে এলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সর্বাধিক পঠিত

নেত্রকোণায় সংঘর্ষের দুই দিন পর নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপাল সন্ত্রাসীরা

আপডেট: ০৩:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

মিশু দাশ : রাজধানীর উত্তরায় রাস্তায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়েছে অপরাধী চক্রের সদস্যরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুই জনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। আটককৃতরা হলেন মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, উত্তরা ৭ নম্বর সেক্টরের ভেতরে একটি অপরাধী চক্রের সদস্যরা উচ্চ শব্দে হর্ন বাজিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তারা একটি শিশুকে মোটরসাইকেলে চাপা দেওয়ার চেষ্টা করেন। এ সময় হর্ন বাজানো নিয়ে সন্ত্রাসীদের সঙ্গে অপর একটি মোটরসাইকেলে থাকা দম্পতির কথা কাটাকাটি হয়। এর মধ্যে একটি মোটরসাইকেল গিয়ে একটি রিকশায় ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাদের লোকজন ডেকে রামদা দিয়ে ওই দম্পতিকে কোপাতে থাকেন। এক পর্যায়ে স্থানীয়রা চক্রের দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সূত্রে আরও জানা যায়, সন্ত্রাসীরা ভুক্তভোগীদের মারধর করে। ওই চক্রের বাকি সদস্যরা এই ঘটনার খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে দম্পতিকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে স্থানীয় জনতা এগিয়ে এলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।